Topic: রাজশাহী মেডিকেল এর আমের সেরকম ফলন!
আমরা রাজশাহী মেডিকেল কলেজ এর ছাত্ররা লক্ষ্য করছি, কলেজ হোষ্টেল এর প্রাঙ্গনে থাকা আমের গাছ গুলোতে আম যেন ঝুলে ঝুলে পড়ছে। এত পরিমাণ আম বিগত কয়েক বছরে লক্ষ্য করা যাই নি, এ বছর ঝড়ের পরিমাণ তুলনা মূলক কম হওয়া তে আমের পরিমাণ অনেক বেশি। এদিকে ছাত্র হোষ্টেল এর কেও ই আম পাড়তে সুবিধা করতে পারছে না। কারণ আমের গাছ গুলো ইজারা থাকায়, রাতে দিনে পাহারার ব্যবস্থা করা হয়েছে।
কিন্তু ছাত্রী হোষ্টেল এর সামনে তেমন কোনও ব্যবস্থা না থাকাতে তারা বেশ মজা করেই আম পাড়ছে, এবং তা দিয়ে মনে হয় আচার ও বানানো হয়েছে। :crackup: এটি অত্যন্ত বৈষম্যমূলক। একদিকে ক্যান্টিন বন্ধ থাকায় ছেলেদের খাবার দাবার এর ত্রাহী অবস্থা, অন্যদিকে তাদের আচার॥ অনেকটা কারও পৌষ মাস, কারও সাড়ে সর্বনাশ।