(edited by mizvibappa 2012-08-10 16:56:29)

Topic: মালেশিয়ায় এমবিবিএস ডিগ্রী বিষয়ক সাহায্য দরকার

আমার এক পরিচিত ছোট ভাই মালেশিয়ায় গিয়ে এমবিবিএস পড়তে চাই।পরিচিত সে ছোট ভাই মালেশিয়ায় বিবিএ পঠনরত একজনের সাথে এ ব্যাপারে কথা বলেছে।ঐ লোক তাকে বলেছে,মালেশিয়ায় এমবিবিএস ডিগ্রী ৫ বৎসর মেয়াদী।এই ৫ বছরে প্রায় তিন লক্ষ থেকে সাড়ে চার লক্ষ রিঙ্গিতের মত খরচ হবে।ঐ লোক সেই ছোট ভাইয়ের কাগজপত্র "ইউনিভার্সিটি অব স্যান্ডারল্যান্ড" এ জমা দিয়েছে।ইউনিভার্সিটি থেকে বলেছে এপ্লিকেশন ফর্ম জমা দিতে।ঐ লোক জানিয়েছে এর জন্য ৩৫০০ রিঙ্গিত খরচ হবে।

আমি এই ভার্সিটির ব্যাপারে নেটে যতটুকু দেখলাম এদের কোন এমবিবিএস প্রোগ্রাম নেই।আমার জানা দরকার এই যে শুধু প্রাথমিক পর্যায়ে এপ্লিকেশন করতে তো এত রিঙ্গিত খরচ হওয়ার কথা না।কারণ যতদূর জানি ইন্টারন্যাশনাল ফি ১০০-৫০০ ডলারের মত।তাও ভার্সিটি ও দেশ ভেদে।

এই ভার্সিটিতে এপ্লিকেশন করতে কত টাকা লাগবে এবং এমবিবিএস ডিগ্রী আছে কিনা সর্ম্পকে সর্ম্পূণ তথ্যাদি জানালে উপকৃত হব।এছাড়া মালেশিয়ায় এমবিবিএস ডিগ্রীর জন্য কোন ইউনিভার্সিটি ভাল এবং আনুমানিক কত টাকা লাগতে পারে সেটার সর্ম্পকে জানানোর জন্য অনুরোধ করছি।সে ছোট ভাইয়ের পয়েন্ট SSS- 4.19 HSC- 3.20।

খুবই জরুরী দরকার।তাড়াতাড়ি জানানোর জন্য অনুরোধ রইল।

ইউনিভার্সিটির লিংকঃ ইউনিভার্সিটি অব স্যান্ডারল্যান্ড