(edited by imranbd 2012-08-07 00:03:25)

Topic: প্রযুক্তিকথার ব্লগিং প্রতিযোগিতা....পুরো বছর জুড়ে

মহান আল্লাহর মেহেরবানীতে আশা করি আমাদের প্রযুক্তিপ্রেমীরা সবাই ভালো আছেন। বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে প্রযুক্তির পথে এক ধাপ এগিয়ে নেবার চেষ্টায় আমরা এই প্রযুক্তিকথার যাত্রা শুরু করেছি। আগামী ১লা আগষ্ট থেকে প্রতি মাসে শুরু হতে যাচ্ছে ব্লগিং প্রতিযোগিতা যা চলবে সারা বছর ধরে।

এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে ৩০০টাকা এবং ২য় স্থান অধিকারীকে ২০০টাকা onlinerecharge24.com এর মাধ্যমে মোবাইলে ফ্লেক্সি দেয়া হবে।

এছাড়াও সর্বোচ্চ ১ম মন্তব্যকারীকে ১০০টাকা এবং সর্বোচ্চ ২য় মন্তব্যকারীকে ৫০টাকা onlinerecharge24.com এর মাধ্যমে মোবাইলে ফ্লেক্সি দেয়া হবে।

প্রযুক্তি কথা
প্রযুক্তিকথার ব্লগিং প্রতিযোগিতার জন্য নিয়মাবলী:

১.যেকোন বিষয়ে ধারাবাহিক পোষ্ট দিতে হবে । যেমন: CSS, Photoshop, MS Office,MS Excel ,Visubasic , Oracle,C++, HTML , PHP,JAVASCRIPT,SEO ইত্যাদি

২.আপনার পোষ্টটি অবশ্যই সর্বনিম্ন ৫টি পর্বের হতে হবে।

৩.আপনারা যেই পোস্ট টি লিখবেন তা অবশ্যই শেয়ার করতে হবে আপনাদের ফেসবুক প্রোফাইলে।

৪.প্রতিযোগিতা চলাকালীন সময় প্রযুক্তিকথাতে প্রকাশিত পোস্টগুলো অন্য কোন ব্লগে প্রকাশ হলে ঐ পোস্ট পুরষ্কারের জন্য মনোনীত হবে না।

৫.সম্পূর্ণ ইউনিক পোস্ট হতে হবে। পূর্বে কোন ব্লগে প্রকাশ হয়নি এমন নতুন লিখা পোস্টগুলো সর্বাধিক অগ্রাধিকার পাবে।

৬.আপনার পোষ্টে যদি মন্তব্যকারী পোস্ট সংক্রান্ত কিছু জানার জন্য মন্তব্য করে থাকলে অবশ্যই উত্তর দিতে হবে।

৭.অশ্লীল ও খারাপ কোন মন্তব্যকে গনণা করা যাবেনা।
৮.যার লেখা যতবেশী পড়া হবে এবং মন্তব্য হবে সেইভাবে তার পয়েন্ট বেড়ে যাবে।।
৯.চুড়ান্তভাবে মনোনীত লেখাগুলো প্রযুক্তিকথার হোমপেজ এ স্থায়ীভাবে রাখা হবে।।

সারা বছর জুড়ে প্রযুক্তিকথায় ব্লগ লিখুন আর টাকা জিতুন ।
সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ,সকলের সর্বাঙ্গীন সাফল্য কামনা থাকল ।