Topic: ICC T20 RANKING এ বাংলাদেশ এখন ৬ নাম্বারে!
গতকাল আয়ারল্যান্ডকে নাটকীয়ভাবে ১ রানে হারিয়ে সিরিজ জয়ের পর বাংলাদেশ এখন ICC RANKING এ ৬ নং টি২০ দল! উপরে আছে শুধু ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান আর অস্ট্রেলিয়া! বাংলাদেশ এখন নিউজিল্যান্ড, ইন্ডিয়া আর ওয়েস্ট ইন্ডিজ এর উপরে!
বাকি ৩ টা ম্যাচ জিতলে বাংলাদেশ ৪ নং দল হয়ে যাবে। পাকিস্তান আর অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে!
সূত্রঃ ক্রিক ইনফো