Topic: ইউরো জিতে ইতিহাস গড়ল স্পেন
টিকি-টাকা ছন্দে অসংখ্য পাসের ঝর্ণাধারা। রোববার রাতে কিয়েভের অলিম্পিক স্টেডিয়ামে মন্ত্রমুগ্ধের মতো স্প্যানিশদের পাসের সমুদ্রে হারিয়ে গিয়েছিল ফুটবল বিশ্ব। হারিয়ে গেল আজ্জুরিরাও। ইতিহাস সৃষ্টির লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল স্পেন। ইতালিকে ৪-০ গোলে হারিয়ে টানা তিনটি শিরোপা জয়ের অনন্য রেকর্ড গড়ল লা রোজারা।
দু'পাশে দুটি ইউরো, মাঝখানে একটি বিশ্বকাপ। ২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ, ২০১২ ইউরো_ টানা তিনটি বড় টুর্নামেন্টের শিরোপা জয়ের একক কৃতিত্ব এখন শুধু স্পেনেরই। একই সঙ্গে ইউরোর ৫২ বছরের ইতিহাসে টানা দুটি শিরোপাও এখন স্পেনের। রোববার রাতে ইতালিকে স্রেফ দর্শক বানিয়ে ছাড়ল স্পেন। জাভি-ইনিয়েস্তাদের ছোট ছোট পাসের সামনে অসহায় হয়ে পড়েছিলেন পিরলো, কাসানো, বালোতেলি্লরা। অন্যদিকে কোনো স্ট্রাইকার ছাড়াই দল সাজান স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক। বিখ্যাত 'ফলস নাইন' কৌশলের কারণে দেল বস্কের শিষ্যদের চারজনের পা থেকেই এলো চারটি গোল। ডেভিড সিলভা ১৪ মিনিটে, ৪১ মিনিটে জর্দি আলবা, ৮৪ মিনিটে তোরেস এবং ৮৮ মিনিটে চতুর্থ গোল করেন হুয়ান মাতা।