Topic: ব্র্যাঞ্জেলিনার ফাইনাল ম্যাচ

বাছাই পর্বের খেলা চলে আসছে অনেকটা বছর ধরে। জেনিফার অ্যানিস্টোনের হাত থেকে এক রকম ছিনিয়ে নিয়ে গেলেন ব্র্যাডকে। তারপর অনেক সময় ধরে যাচাই-বাছাই, একে অন্যকে চেনা-জানা, আর সময়ের পরিবর্তনে নিজের মধ্যে নিজের পরিবর্তিত রূপকে আবিষ্কার করা। অতঃপর সিদ্ধান্ত বিয়ের।

http://i.imgur.com/MYcjV.jpg

গেল এপ্রিলে হয়ে গেল তাদের জীবন-ম্যাচের সেমি ফাইনাল, অর্থাৎ বাগদান। বেশ ঘটা করেই অবশ্য। তবে ব্র্যাড ও অ্যাঞ্জেলিনা দু’জনই বিয়ের আনুষ্ঠানিকতা সারতে চাইছেন একান্ত ব্যক্তিগত পরিমণ্ডলে। ঘটনাস্থল উইন্ডসোর বিয়ে নিবন্ধনের কার্যালয়। অনেকে ভেবেছিলেন বাগদানের আংটির পেছনেই ব্র্যাড যেভাবে দেড় লাখ পাউন্ড হাওয়ায় উড়িয়েছেন, সেখানে বিয়ের আনুষ্ঠানিকতায় কি না কি হবে! কিন্তু হাওয়ার দিক পুরোই উল্টো। বরং বিয়ের অনুষ্ঠানটি নিয়ে ব্র্যাড-অ্যাঞ্জেলিনা দু’জনই ভাবছেন একান্ত হাতেগোনা কিছু পরিচিত পরিজন আর ছেলেমেয়েগুলোকে নিয়ে বিয়ের দিনের আনন্দের সময়টা কাটাবে। বিয়ের পরপরই সব সংবাদ অনুসন্ধিৎসু মানুষের নজর এড়াতে উড়াল দেবেন দক্ষিণ ফরাসির একটি অবকাশযাপন কেন্দে । আপাতত এতটুকুই জানা গেছে ব্র্যাঞ্জেলিনার কাছের তথ্যসূত্রগুলো থেকে। এর বেশি কেউ বলতেও আগ্রহী নয়। পেছনে পাপারাজ্জির সারি জুটে বিয়ের আনুষ্ঠানিকতার গোপনীয়তার ১২টা না বাজিয়ে দেয়।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।