Topic: সোস্যাল মিডিয়া ওয়াইমার কিনল মাইক্রোসফট

১২০ কোটি ডলারের বিনিময়ে সোস্যাল মিডিয়া ওয়াইমার কিনেছে মাইক্রোসফট। প্রায় দুই সপ্তাহ পর মাইক্রোসফট এবং ওয়াইমারের এ চুক্তির খবর সম্প্রতি প্রকাশ পায়। ওয়াইমার বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর জন্য কর্মচারীদের নিজস্ব সোস্যাল নেটওয়ার্কিং সুবিধা দেয়।

ইতিমধ্যে ওয়াইমার ব্যবহারকারীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে গেছে। ওয়াইমার কেনার মধ্য দিয়ে মাইক্রোসফটের টেকনোলজিতে একটি বড় পরিবর্তন আসবে বলে ঘোষণা দেয়া হয়েছে। ইদানীং ইন্টারনেট সার্ভিস এবং সোস্যাল নেটওয়ার্ক সাইটগুলোর চাহিদা দিন দিন বাড়ছে। আর তাই ধারণা করা হচ্ছে, এ প্রতিযোগিতায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার ব্র্যান্ড মাইক্রোসফটের অবস্থান সবল করতে এই ক্রয় প্রভাব ফেলবে। ২০১১ সালে মাইক্রোসফট ভিডিও চ্যাট এবং অনলাইন টেলিফোন সার্ভিস স্কাইপ কিনে ৮৫০ কোটি ডলারে। মাইক্রোসফটের ৩৭ বছরের ব্যবসার ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ক্রয়। চার বছর আগে সানফ্রান্সিসকোতে ওয়াইমার প্রতিষ্ঠিত হয়। এ চার বছরে প্রতিষ্ঠানটি আয় করেছে ১ কোটি ৪২ লাখ ডলার। ওয়াইমারের সিইও ডেভিড স্যাকস বলেন, আমরা চার বছর আগে যখন ওয়াইমার শুরু করি, তখন থেকেই আমাদের বড় কিছু করার পরিকল্পনা ছিল। আমরা সোস্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহারের ধারণাটিকে ভিন্ন মাত্রা দিতে চেয়েছিলাম। মাইক্রোসফটের সঙ্গে যুক্ত হয়ে আমরা আমাদের এ উদ্দেশ্য আরও সফলভাবে সাধন করতে পারব বলেই আমার ধারণা।
Ñএম. মিজানুর রহমান সোহেল

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।