Topic: পাওলি দাম এখন ঢাকায়

এ বছর এপ্রিল মাসে মুক্তি পেয়েছে হিন্দি ছবি হেট স্টোরি। এ ছবিতে খোলামেলা দৃশ্যে পাওলির অভিনয় আলোচিত-সমালোচিত—দুই-ই হয়েছে। এ ব্যাপারে পাওলির মন্তব্য, হেট স্টোরি একটি ইউনিক ছবি।

http://i.imgur.com/GQaBh.jpg

‘আমি বাংলাদেশের মেয়ে। বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশ আমার আরেকটি দেশ।’ বললেন, পাওলি দাম।

ভারতের কলকাতা ও মুম্বাইয়ের এ সময়ের অন্যতম আলোচিত নায়িকা পাওলি ঢাকায় এসেছেন গতকাল শুক্রবার সকালে। ছিলেন হোটেল সোনারগাঁওয়ে। সন্ধ্যায় গুলশানে আল-হাসান ডায়মন্ড গ্যালারি উদ্বোধন করেন তিনি। এরপর তিনি গ্যালারি ঘুরে দেখেন, আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কথা বলেন, ছবি তোলেন।
পাওলি বলেন, ‘আমি বাংলাদেশে প্রথম এসেছি গৌতম ঘোষের মনের মানুষ ছবিতে অভিনয় করতে। এরপর ফেব্রুয়ারিতে গ্যালারি অ্যাপেক্স লাইফ ইজ বিউটিফুল ফ্যাশন শোতে অংশ নিতে এসেছি। সেখানে আমি অগ্নিমিত্রা পালের নকশা করা শাড়ি পরেছিলাম।’
তিনি আরও বলেন, ‘শুনেছি, আমার ঠাকুরদা ছিলেন ফরিদপুরের। তবে আমার বাবার জন্ম কলকাতায়।’
আজ শনিবার সকালে তিনি মুম্বাই ফিরে যাচ্ছেন।
- খবর প্রথম আলোর (/detail/date/2012-06-30/news/269874)

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।