Topic: ক্যাটরিনাই সবচেয়ে ধনী

বলিউডে ক্যাটরিনা কাইফ অভিনীত কোনো ছবিই ১০০ কোটি রুপি ব্যবসা করেনি। কিন্তু এ নিয়ে মোটেও চিন্তার ভাঁজ নেই তার কপালে। কারণ বলিউডে অভিনেত্রীদের মধ্যে এখনও তিনিই সবচেয়ে ধনী।

http://i.imgur.com/3xfWu.jpg

অন্যদিকে ১০০ কোটি রুপি ব্যবসা করেছে এমন ছবির নায়িকাদের তালিকায় আছেন কারিনা কাপুর [থ্রি ইডিয়টস, বডিগার্ড, রা.ওয়ান, গোলমাল থ্রি], সোনাক্ষী সিনহা [দাবাং, রাউডি রাঠোর], অসিন [গজিনি, রেডি, হাউসফুল ২] ও প্রিয়াঙ্কা চোপড়া [অগি্নপথ, ডন ২]। এই তালিকায় না থাকার পরও ক্যাটরিনার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অবাক করছে অনেককে। কিন্তু বিশ্লেষক ও নির্মাতারা ভারতের বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, 'ক্যাটরিনা কাইফই এখনও সবচেয়ে জনপ্রিয় ও ধনী অভিনেত্রী।'
সর্বশেষ 'অগি্নপথ' ছবিতে 'চিকনি চামেলি' শিরোনামের গানে নেচে দর্শক মাতিয়েছেন ক্যাটরিনা। ২০১২-২০১৩ সালে বলিউডের তিন খানের সঙ্গে রূপালি পর্দায় আসছেন তিনি। এর মধ্যে 'এক থা টাইগার' ছবিতে সালমান, যশ চোপড়া পরিচালিত নতুন চলচ্চিত্রে [নাম চূড়ান্ত হয়নি] শাহরুখ আর 'ধুম ৩' ছবিতে আছেন আমির। তিনটিরই প্রযোজক যশরাজ ফিল্মস। এর মধ্যে কবির খান পরিচালিত 'এক থা টাইগার' মুক্তি পাবে আগামী ১৫ আগস্ট।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।