Topic: Rx : Referred To Jesus Christ
আমরা সবাই হাসপাতালের X-ray বিভাগের সাথে পরিচিত। রঞ্জন রশ্মি সাধারণভাবে অজানা রশ্মি X-ray নামেই বেশি পরিচিত। এর হাক্বীকত কি? এত বর্ণ থাকতে X কেন ব্যবহার করা হলো? কেন বীজগণিত কিংবা পদার্থবিজ্ঞানে অজানা কোন মান হলেই তাকে X ধরা হয়? কেন অন্য ইংরেজি বর্ণ নয়? এর পিছনে কারণ রয়েছে। এর উত্তর বিশ্লেষণ করার জন্য খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নেই। যে কোন ইংরেজি ডিকশনারি খুললেই দেখা যাবে যে, Christmas শব্দটিকে বিধর্মীরা X-mas লিখে থাকে। অর্থাৎ তারা X বর্ণ দ্বারা তাদের প্রভু যিশুকে বুঝিয়ে থাকে। এর আরেকটি প্রমাণ হলো ডাক্তারী প্রেসক্রিপশনে Rx লিখা। তারা Rx দ্বারা “Referred To Jesus Christ” অর্থাৎ “প্রভু যিশুর সমীপে সোপর্দ করা হলো” বুঝিয়ে থাকে। অথচ হাজার হাজার মুসলিম ডাক্তারা তাদের প্রেসক্রিপশনে Rx লিখে যাচ্ছে; তারা ঘুর্ণাক্ষরেও জানে না যে, কিভাবে দিনের পর দিন কুফরীমূলক বক্তব্য লিখছে।
একইভাবে সাধারণ মুসলমান ছাত্র-ছাত্রীরা তাদের পড়াশোনার মধ্যে নিজের অজান্তেই X তথা Christ অর্থাৎ যিশুকে স্মরণ করছে। নাঊযুবিল্লাহ! এই একই হাক্বীক্বত তাদের খেলাধুলায়ও দেখা যায়। X অক্ষরটি দ্বারা রোমান সংখ্যায় ১০কে বুঝানো হয়ে থাকে। তাই ফুটবল খেলায় সবচেয়ে ভাল খেলোয়াড়ের জার্সি নম্বর হয় ১০ অর্থাৎ সেই X তথা Christ।
একইভাবে তারা যখন ঘড়ির বিজ্ঞাপন করে থাকে তখন তারা ঘড়িতে সময় হিসেবে ১০টা ১০ মিনিট দেখিয়ে থাকে। এখানেও তারা ১০কে প্রাধান্য দিয়ে থাকে। কারণ হিসেবে তারা বলে থাকে ১০টা ১০ মিনিট দ্বারা v (victory) sign বুঝানো হয়।
কিন্তু ১১টা ৫ মিনিট দ্বারা তো আরো সুন্দর v-sign দেখানো যায়। তাহলে সেটা দেখানো হয় না কেন?
আসলে এভাবে তারা কৌশলে তাদের প্রভু যিশুকে স্মরণ করে থাকে। এখান থেকে আমাদের নছিহত হাছিল করা উচিত। তারা নাহক্ব হওয়ার পরও তাদের রসূল হযরত ঈসা আলাইহিস সালাম উনাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখতে চায়। অথচ আফসুসের সাথে বলতে হয়, আমরা মুসলমানরা ইহুদী-নাছারাদের ষড়যন্ত্রে সৃষ্ট শব্দ unlucky Therteen(13) হরহামেশাই বলে থাকি। আমরা জানিও না যে, এর মাধ্যমে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনাকে অসম্মান করা হয় (নাঊযুবিল্লাহ মিন যালিক) এবং সে উদ্দেশ্যেই ইহুদী-খ্রিস্টানরা তা প্রচলন করেছে।
কারণ ইংরেজিতে MUHAMMAD (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম) লিখতে ১৩তম অক্ষর M ব্যবহৃত হয়। ইহুদী-নাছারারা হিংসা ও বিদ্বেষবশত ১৩কে unlucky13 বলে থাকে। তাই সমস্ত মুসলমানদের উচিত যিনি হযরত ঈসা আলাইহিস সালাম উনারও রসূল, এমনকি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম উনাদেরও রসূল অর্থাৎ যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম উনার যথাযথ তাযীম-তাকরীম করা। মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে ইহুদী-নাছরাদের সমস্ত ষড়যন্ত্র হতে হিফাযত করুন। আমিন!