(edited by উপল BD 2010-04-30 01:11:51)

Topic: ফায়ার-ফক্স Add-ons(পার্ট-২)।

বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউসার হচ্ছে মজিলা ফায়ার-ফক্স। এর জনপ্রিয়তার একটি বড় কারণ হচ্ছে Add-ons।ফায়ারফক্সের রয়েছে বিভিন্ন ধরনের প্রায় ১০০০০ এর মত Add-ons,যা ইন্টারনেট ব্যবহারকারীদের বিভিন্ন কাজ অনেক সহজে এবং দ্রুত করে দেয়। আর তাই এতো Add-ons এর মধ্যে যেগুলো আমাদের খুবই প্রয়োজন সেরকম Add-ons নিয়ে আলোচনা করবো,আশা রাখি আপনারও আমার সাথে অনেক কিছু শেয়ার করবেন। ধন্যবাদ। এর আগে ফায়ার-ফক্স  Add-ons(পার্ট-১) শিরোনামে বেশ কিছু Add-ons আপনাদের সাথে শেয়ার করেছিলাম,এবার আর কিছু Add-ons শেয়ার করবো।
১। Download Managment:-
   ক। FlashGot:-
                    FlashGot এর মাধ্যমে আপনি এক ক্লিকেই কোনও ফাইল মাক্সিমাম স্পিডের সাথে ডাউনলোড করতে পারবেন।
ইনস্টল করুন:-এখান থেকে

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: ফায়ার-ফক্স Add-ons(পার্ট-২)।

ধন্যবাদ, আমি ওয়েব ব্রাউস করতে মজিলা ফায়ার-ফক্স ব্যবহার করি। 

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: ফায়ার-ফক্স Add-ons(পার্ট-২)।

আইডিএম এর উপরে কিছু নাই!  :cool:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।