Topic: ফেসবুকে "৪৯ তম এমবিবিএস"
*49TH MBBS, RMC* গ্রুপটি রাজশাহী মেডিক্যাল কলেজ এর ৪৯ তম এমবিবিএস ব্যাচের যাবতীয় কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজের ৪৯ তম এমবিবিএস ব্যাচের সর্বমোট ১৮৪ জন ছাত্রছাত্রীর মধ্যে ১৪০ জন (৭৬%) এই গ্রুপের সদস্য। এত বেশি সংখ্যক ছাত্রছাত্রীর ফেসবুক অ্যাকাউন্ট RMC এর অন্য কোন ব্যাচের নাই। থাকলেও তারা কখনোই একটা গ্রুপের মধ্যে এভাবে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে পারে নাই (চাইলে তুলনা করে দেখতে পারেন, লিংক নিচে দ্রষ্টব্য!)।
এই গ্রুপের সবাই সমান। কেউ কাউকে বড় বা ছোট ভাবে না। সবার আছে সহযোগিতা করার মনোভাব। কেউ কোন সমস্যার কথা গ্রুপে জানালে সবাই তাদের সাধ্যমত চেষ্টা করে সমাধান জানাতে।
এই গ্রুপে পাওয়া যায় সকল প্রকার পরীক্ষার রুটিন, ক্লাস রুটিন, পরীক্ষার রেজাল্ট, ভাইভার প্রশ্ন, ছুটির নোটিস, ব্যাচের কোন অনুষ্ঠানের ছবি ও ভিডিও, চিকিৎসাবিদ্যা সংক্রান্ত এম সি কিউ, আর্টিকেল, ইনফরমেশন, মেডিকেল জোকস ইত্যাদি...
এখানে রাজনীতি বিষয়ক পোস্ট ও কমেন্ট, এডাল্ট জোকস বা আর্টিকেল দেয়া নিষিদ্ধ বিধায় কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা নাই বললেই চলে।
এই গ্রুপের সদস্য হতে হলে আপনাকে অবশ্যই ৪৯ তম এমবিবিএস ব্যাচের ছাত্র/ছাত্রী হতে হবে।
তবে ৪৯ তম এমবিবিএস ব্যাচের ফেসবুক ফ্যান পেজ এ [49TH MBBS, RMC] আপনি লাইক দিতে পারেন। এখানে আপনি অনেক কিছুই পাবেন, যা আপনার উপকারে লাগতে পারে।
সবশেষে বলতে হয়,
49TH IS THE BEST...
AS WE ARE HERE!!!
অন্যান্য ব্যাচের ফেসবুক গ্রুপঃ
৪৭ তম এমবিবিএস
৪৮ তম এমবিবিএস
৫০ তম এমবিবিএস
৫১ তম এমবিবিএস