Topic: এখানে ও এসে পরলাম।

আমি প্লাবন। uiu  এর cse বিভাগের ছাত্র। ফোরামটি খুব ভাল লাগলো। আশা করি নিয়মিত হব।
আমাদের uiu ছাত্র দের তৈরি একটা ফোরাম আছে। ঠিকানা হল www.golposholpo.com.



(edited by উপল BD 2010-04-30 02:37:48)

Re: এখানে ও এসে পরলাম।

স্বাগতম প্লাবন ভাই। যেহেতু আপনাদের নিজেদের একটি ফোরাম আছে তাই বুঝতে পারছেন ফোরামে নিয়মিত হওয়ার প্রয়োজনীয়তা কতখানি।  :applause:   :applause:
অফটপিক:-uiu এর cse তে আমার খুব ঘনিষ্ঠ ২ জন বন্ধু পড়ে,নাসির খান সৈকত এবং রাফিউল সাব্বির হৃদয়। চেনেন কি ?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: এখানে ও এসে পরলাম।

উপল BD wrote:

স্বাগতম প্লাবন ভাই। যেহেতু আপনাদের নিজেদের একটি ফোরাম আছে তাই বুঝতে পারছেন ফোরামে নিয়মিত হওয়ার প্রয়োজনীয়তা কতখানি।  :applause:   :applause:
অফটপিক:-uiu এর cse তে আমার খুব ঘনিষ্ঠ ২ জন বন্ধু পড়ে,নাসির খান সৈকত এবং রাফিউল সাব্বির হৃদয়। চেনেন কি ?

আপনাকে ধন্যবাদ ভাই। আমি নিয়মিত থাকব ফোরামে। নাসির খান সৈকত কে খুব ভালো মত চিনি।



Re: এখানে ও এসে পরলাম।

আপনাকে স্বাগতম



Re: এখানে ও এসে পরলাম।

আমি অলরেডি সদস্য হয়ে টপিক ও দিয়েছি, ভাল লাগল আপনি এসেছেন, তবে গল্পসল্প ও আরএমসি ফোরামের বেসিক পার্থক্য হল ওটা পিএইচপিবিবি আর আমাদের টা পান বিবি॥ দেখুন কোনটা ভাল লাগে!  :cloud9:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: এখানে ও এসে পরলাম।

plabon112 wrote:

আমি প্লাবন। uiu  এর cse বিভাগের ছাত্র। ফোরামটি খুব ভাল লাগলো। আশা করি নিয়মিত হব।
আমাদের uiu ছাত্র দের তৈরি একটা ফোরাম আছে। ঠিকানা হল www.golposholpo.com.

স্বাগতম প্লাবন ।
আজকে কিছুক্ষনের জন্য আপনাদের ফোরামটা দেখলাম মাত্র, পরে কোন এক সময় সদস্য হবো।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।