Topic: !!!~ভারতবধের ছড়া~!!!
বলে কয়ে ‘ধরে দিবানি’, নয়তো এ আর নতুন কিছু।
মুশফিক তো বলেই ছিল, ওদের বোলিং ‘আম’ আর ‘লিচু’!
আগের ম্যাচে পাইনি বলে, এবারো কি পারবোনা ভাই?
বাঘের বাচ্চা চ্যালেঞ্জ খোঁজে, আবার প্রথমে বোলিং যে তাই!
টসে হেরেও ব্যাটিং পেয়ে, খুশিতে ধোনী আটখানা হয়!
“দুশো আশি করলে পরে, জয়তো অতি সরল বিষয়।”
দুশো আশি হয়েও গেল, যোগ্য শচিন মারলো যে টোন।
পাওয়ার প্লেতে দামাল ছেলেরা কষ্ট তাদের দিল ভীষণ!
দুঃখ তবু শাহাদাত হোসেন একাই দিল আশিটা রান।
ফ্যালফ্যালিয়ে ক্যাবলা হাসে, কারন সে যে শাহরুখ খান!
এরপর যা আবারো হল, ধন্যবাদ টু লোটাস কামাল!
আগের ম্যাচের মতন আজো শুরুটা তামিম দিল সামাল।
সঙ্গে ছিল জহুরুল ভাই, একশো রানের ‘ঠাণ্ডা’ জুটি!
‘সুচিন্তিত’ সেই সময়ে আমরা পেলাম ফিফটি দুটি।
শেষ পঁচিশে লাগতো মোদের ‘প্রকাণ্ড’ রান একশো আশি!
হাত খুলে তাই খেলল নাসির ফিফটি করার পাশাপাশি।
এরপরে যেই নামলো সাকিব, ভারতের নিলো ঘুমটা কেড়ে!
পাওয়ার প্লেতে ক্যামনে খেলে, শেখালো দুই ছক্কা মেরে।
সোজা পথে না পেরে আম্পায়ার তাকে করলো আউট!
শ্রীলঙ্কার ‘রুচিরা’ এমনই টাউট, বোঝেনা ‘বেনিফিট অব ডাউট’!
সত্য কি আর থাকে চাপা? বাঘের কি শুধু একটি ছানা?
মুশফিক তাই মেপে মেপে তিনখানা ছয় মারলো টানা!
এরই মাধ্যমে ফিরিয়ে দিলো, সেবাগের সেই ‘শেষ’ কথাটা।
আর মাহমুদুল্লাহ খুলে নিল, সম্ভ্রমেরই শেষ সূতাটা!
[কপি-পেস্ট: ফেসবুক]