Topic: ভালবেসে যদি দুঃখ পাই...

http://www.prothom-aloblog.com/img/uploads/1f90209dfecda0904593e88436e7f369.jpeg
ভালবেসে যদি দুঃখ পাই
তবুও জীবনে একবার ভালবাসব-
হৃদয়ের পরশ দিয়ে একটি হৃদয় জাগাবো ॥

আমায় দুঃখ দিয়ে কেউ পেতে চাইলে সুখ
তারে ও আমি করবো না বিমুখ,
কাটার আঘাত সয়েও
অন্তত একটি ফুল আমি ফুটাবো ॥

এ হৃদয় নিঃস্ব করে বিশ্ব যদি কেউ চায়
তার হাতে তুলে দেব বিশ্বটা অবলীলায়,
নিজেরে পুড়ায়ে হলে ও
একটি দীপ আমি জ্বালাবো ॥

[গ্রন্থের নাম-"মেঘ ভাঙ্গা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- মাশুক হেলাল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।]
[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505


Re: ভালবেসে যদি দুঃখ পাই...

সুন্দর হয়েছে।  thumbs up