Topic: ভালবেসে যদি দুঃখ পাই...
ভালবেসে যদি দুঃখ পাই
তবুও জীবনে একবার ভালবাসব-
হৃদয়ের পরশ দিয়ে একটি হৃদয় জাগাবো ॥
আমায় দুঃখ দিয়ে কেউ পেতে চাইলে সুখ
তারে ও আমি করবো না বিমুখ,
কাটার আঘাত সয়েও
অন্তত একটি ফুল আমি ফুটাবো ॥
এ হৃদয় নিঃস্ব করে বিশ্ব যদি কেউ চায়
তার হাতে তুলে দেব বিশ্বটা অবলীলায়,
নিজেরে পুড়ায়ে হলে ও
একটি দীপ আমি জ্বালাবো ॥
[গ্রন্থের নাম-"মেঘ ভাঙ্গা রোদ্দুর" লেখক- শফিকুল ইসলাম। প্রচ্ছদ- মাশুক হেলাল। প্রকাশক- আগামী প্রকাশনী ৩৬ বাংলাবাজার, ঢাকা-১১০০। ফোন-৭১১১৩৩২,৭১১০০২১। মোবাইল- ০১৮১৯২১৯০২৪।]
[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505