Topic: গ্রাফিক্স ওয়ার্ল্ডে পাবেন আপনার প্রয়োজনীয় অনেককিছুই।
গ্রাফিক্স ওয়ার্ল্ড-একটি টুলবার কিন্তু এতে আছে অনেক কিছু আজ আমাদের ইনটারনেট ব্যবহারকারীদের প্রতিদিনই প্রতিদিনের অনেক চাহিদা মেটাতেই সম্ভব।বৈশিষ্ট্য বলে শেষ করা একটু কঠিনই আছে।
তাও নিচে কিছু উল্লেখ করলাম:-
১। খুজুন:-গুগলের পাওয়ারে আপনি আপনার প্রয়োজনীয় যেকোনো কিছুই সার্চ করতে পারবেন।
২। স্বাধীন বাংলা:-সাজানো-গুছানো একটি ব্লগ।
৩। আমার পাতাসমূহ:-কত্ত কিছু.... নিজেই দেখে নিয়েন..... খবরের কাগজ,শেয়ার বাজার,মোবাইলের ফ্রি সফটওয়ার,ফ্রি মুভি। ইত্যাদি।
৪। জরুরী পাতা:-এখানে পাবেন বাংলাদেশের জনপ্রিয় ফোরাম ও ব্লগের ঠিকানা।
৫। টিভি চ্যানেলে:-ইউএসএ,ইউকে,জার্মানি,হল্যান্ড সহ আরও অনেক দেশের অনলাইন টিভি দেখতে পাবেন।
৬। রেডিও:- রেডিও গুনগুন,ফুর্তি,ঢাকা,মেট্রো সহ প্রায় ২৫ টি অনলাইন FM রেডিওতে গান শোনার অপূর্ব সুযোগ।
এছাড়াও রয়েছে আড্ডাবাজের এলাকা,ই-মেইল নটিফায়ার(খুবই কাজের),আবহাওয়া।
সুতরাং ডাউনলোড করুন-এখান থেকে
আর গ্রাফিক্স ওয়ার্ল্ডের প্রথম পাতাতেই পাবেন অনেক কিছু।