Topic: যেকোনো অডিও বা ভিডিও ডাউনলোড করুন খুবই সহজে দেখেনিন ।

আমরা সাধারণত কোন ওয়েবসাইট থেকে কিছু ডাউনলোডের জন্য ডাউনলোড লিংক বা বাটন খুঁজি । কিন্তু যখন না পাই , তখন উক্ত ভিডিও বা অডিও ডাউনলোডের জন্য আমরা IDM (Internet Download Manager) নামক ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করতে পারি । এই সফটওয়্যারটি কম্পিউটারে ইন্সটলড থাকলে যেকোনো ভিডিও বা অডিও ডাউনলোড এর জন্য উক্ত ওয়েবসাইটে গেলে ঐ ভিডিও এর উপরে download the video বা audio নামে একটি একটি বাটন দেখা যায় । বাটনটিতে ক্লিক করলে ডাউনলোড অটোমেটিকেলি শুরু হয় । এছাড়া সফটওয়্যারটির সাহায্যে ডাউনলোডের স্পীড বাড়ানো বা কমানো যায় । আরও ডাউনলোডের পর ফাইলের ধরন হিসেবে নির্দিষ্ট ফোল্ডারে সেভ হয় । আপনাদের সুবিধার জন্য লিংকটি দেওয়া হল ।ডাউনলোড অবস্থায় কারেন্ট চলে গেলেও কারেন্ট আসলে ডাউনলোড ঐ স্থান থেকেই শুরু হবে । অর্থাৎ কারেন্ট নিয়েও কোন দুশ্চিন্তা নেই

সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন


ইন্টারনেটে এটির ৩০ দিনের ট্রায়াল ভার্সন ফ্রী ডাউনলোড করা যায় । এছাড়া এটির ফুল ভার্সনও ক্রয়যোগ্য । আশা করি পোস্টটি আপনাদের সহায়তা করবে ।

আসুন আমরা সবাই কপি করা থেকে বিরত থাকি ।
্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌্‌
আপনারা নিচের লিঙ্ক থেকে ফ্রী মিজিক ভিডিও গেম ডাউনলোড করতে পারবেন ।
Free Music Download Site