(edited by sfk505 2012-03-16 17:06:36)

Topic: একটি বিকল্প জাতীয় সঙ্গীত

http://www.sonarbangladesh.com/blog/uploads/sfk505201112311325309870_3D%20Bangladesh.jpg
[ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণকারী ভারতীয় বাঙালী বুর্জোয়া কবি জমিদার রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটে রচিত পুরনো জাতীয় সঙ্গীত পেছনে ফেলে আজ নতুন সুরে নতুন জাতীয় সঙ্গীত রচনা করতে হবে। তবেই ঘুমন্ত জাতির মধ্যে স্বদেশ প্রেমের চেতনা সঞ্চার হবে...]

ও আমার বাংলা মা
জন্মেই তোকে আমি প্রথম দেখেছি
একান্ত মনে তাই তো আমি তোকে ভালবেসেছি॥

তোর মাঠে মা সোনা ফলে
যোগায় অন্ন ক্ষুধার,
তোর জল পান করে মা
পেয়েছি স্বাদ সুধার-
তোর কোলে মা হেসে খেলে
দিনে দিনে বেড়ে উঠেছি॥

তুই যে মা আমার
তাকিয়ে দেখি মুগ্ধ চোখে,
তোর' পরে আঘাত এলে
শত গুণ হয়ে বাজে আমার বুকে।

তোর তরে যদি মাগো দিতে পারি প্রাণ
নিজেরে আমি মনে করবো ভাগ্যবান।
তোর বুকে জন্ম নিয়ে
মাগো আমি ধন্য হয়েছি॥

[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]
কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিতর্কিত ভূমিকা সম্পর্কে আরো জানুন:
http://shoily.com/?p=2177

প্রাক্তন মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট ও সাবেক এডিসি কবি শফিকুল ইসলাম বাংলাদেশ সরকারের উপসচিব। বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার। 'বাংলাদেশ পরিষদ সাহিত্য পুরষ্কার' ও 'নজরুল স্বর্ণ পদক' প্রাপ্ত হন। প্রকাশিত কাব্যগ্রন্থ:- 'তবু ও বৃষ্টি আসুক',শ্রাবণ দিনের কাব্য',মেঘভাঙা রোদ্দুর' "দহন কালের কাব্য ও 'প্রত্যয়ী যাত্রা' ।
visit: http://www.somewhereinblog.net/blog/sfk505