Topic: কম্পিউটার চালু ও বন্ধ

কম্পিউটার আমাদের নিত্যপ্রয়োজনীয় একটি জিনিস।এই কম্পিউটার আমরা আমাদের নানা রকম কাজে ব্যবহার করে থাকি।আপনার কম্পিউটার আপনি একা ব্যবহার করেন।আপনার কম্পিউটার যদি আপনাকে ছাড়া কেউ চালু করে তাহলে আপনি অল্প সময়ে তা ধরতে পারবেন।তা নিম্ন রুপ দেওয়া হল:-
আপনার কম্পিউটার কখন চালু হচ্ছে বা কখন বন্ধ হচ্ছে সেই হিসাব ঠিকই আপনার কম্পিউটার রাথছে। SchedlgU.Txt নামের ফাইলে এই সব তথ্য দেওয়া আছে।যে ড্রাইভে আপনার উইন্ডোজ ইনস্টল করা আছে সেখানে উইন্ডোজ ফোল্ডারে এই নাম আছে।
সেখান থেকে বা র্স্টাট মেনু থেকে রানে গিয়ে SchedlgU.Txt লিখে ওকে করলেই ফাইলটি নোট প্যাডে খুলবে। এবার ডকুমেন্টের ভিতরে ***** Most recent entry is above this line *****লাইনের উপর সর্বশেষ কখন কম্পিউটার খুলেছেন সে সময় দেয়া আছে। তার উপর বন্ধ হওয়ার সর্বশেষ সময় দেয়া আছে। সব চেয়ে মজার ব্যাপার হল এই তথ্য গলো কেউ মুছতে পারবে না।



Re: কম্পিউটার চালু ও বন্ধ

ধন্যবাদ জুবায়ের ভাই। খুব উপকারী একটা জিনিস জানালেন।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কম্পিউটার চালু ও বন্ধ

জানানোর জন্য অনেক ধন্যবাদ আপনাকে। এরকম পোস্ট আরও চাই।  :applause:

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: কম্পিউটার চালু ও বন্ধ

Win 7 a eta kaj kore ki?

চল সবাই,
জীবনের আহ্বানে সামনে এগিয়ে যাই।


Re: কম্পিউটার চালু ও বন্ধ

fahim49 wrote:

Win 7 a eta kaj kore ki?


কাজ করে,আমি নিজে চেষ্টা করে দেখছি।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: কম্পিউটার চালু ও বন্ধ

What an idea, sir je...  (y)