Topic: সামু ব্লগে বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার।
মাইক্রোসফট ডেভেলপার্স নেটওয়ার্ক ‘একাডেমিক অ্যালায়েন্স’ এবং ‘ড্রিমস্পার্ক’ নামের দুটি কর্মসূচির মাধ্যমে ছাত্রছাত্রীদের বিনা মূল্যে সফটওয়্যার দিচ্ছে। মাইক্রোসফটের প্রায় ৪০০টির মতো সফটওয়্যার বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন শিক্ষার্থীরা।
বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার পাওয়া যাবে বাংলা ব্লগ সাইট সামহোয়্যারইন ব্লগে। এ ব্যাপারে ১৯ এপ্রিল মাইক্রোসফট বাংলাদেশ লি. এবং সামহোয়্যারইন লিমিটেডের মধ্যে এক সমঝোতা চুক্তি হয়েছে। এই চুক্তির মাধ্যমে সামহোয়্যারইন ব্লগ ব্যবহারকারী ছাত্রছাত্রীরা ড্রিমস্পার্ক কর্মসূচিতে যুক্ত হয়ে বিনা মূল্যে মাইক্রোসফটের সফটওয়্যার ব্যবহার করতে পারবেন।
শিগগিরই সামহোয়্যারইন ব্লগে এ জন্য সংযুক্তি লিংক চালু করা হবে।
আবেদন গ্রহণ হলে আবেদনকারীর কাছে ড্রিমস্পার্ক ব্যবহারের নিয়ম ই-মেইলের মাধ্যমে পাঠানো হবে এবং সেই সঙ্গে ছাত্রছাত্রীরা ড্রিমস্পার্ক ওয়েবসাইট থেকে মাইক্রোসফটের সফটওয়্যার সংগ্রহ করে ব্যবহার করতে পারবেন।
:cloud9: :cloud9: :cloud9: আমি আছি। আপনারা ???
সূত্র:- এখানে