Topic: শুরু হলো ডিজিটাল কেবল সম্প্রচার

http://img854.imageshack.us/img854/1985/image699203250.jpg

দেশে প্রথমবারের মতো ডিজিটাল কেবল সম্প্রচার চালু করেছে সিলেট কেব্ল্ সিস্টেমস (এসসিএস)। গত শুক্রবার রাতে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এদিন এসসিএসের যুগপূর্তি উৎসব ও ডিজিটাল সম্প্রচার চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। সভাপতিত্ব করেন উৎসব উদ্যাপন কমিটির সভাপতি এম শাকুর। অনুষ্ঠানে এসসিএসের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কুমার দাস দেবু জানান, আগে সিলেট কেব্ল্ সিস্টেমে অ্যানালগ প্রযুক্তি ব্যবহার করা হতো। এখন থেকে সম্পূর্ণ ডিজিটাল পদ্বতিতে এমপেঙ্-৪ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে যেকোনো চ্যানেলের অনুষ্ঠানের শব্দ ও ছবি অনেক বেশি স্বচ্ছ হবে। এ ছাড়া গ্রাহক তাঁর পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পারবেন। প্রাথমিকভাবে ৯৯টি চ্যানেল চালু হলেও পরবর্তী সময়ে এই সংখ্যা বাড়ানো হবে। ডিজিটাল কেব্ল্ সম্প্রচার চালুর ফলে গ্রাহকরা ব্যস্ততার কারণে কোনো চ্যানেলের অনুষ্ঠান দেখতে না পারলেও পরবর্তী সময়ে তাঁর সুবিধামতো সময়ে দেখতে পারবেন। এ ছাড়া থাকছে একটি মুভি আর্কাইভ, যার মাধ্যমে যেকোনো সময় 'মুভি অন ডিমান্ড' ভিত্তিতে একজন গ্রাহক তাঁর পছন্দের সিনেমা সেই চ্যানেলে দেখতে পারবেন।
এসসিএসের চেয়ারম্যান জিয়াউল গণি আরেফিন জিল্লুর বলেন, 'দেশে আমরাই প্রথম এই ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচার কার্যক্রম চালু করেছি। গ্রাহক যে কয়টি চ্যানেল দেখবেন, সে অনুযায়ী তাঁকে বিল দিতে হবে। এতে গ্রাহকরাও উপকৃত হবেন।'
এসসিএস ডিজিটাল প্রযুক্তিতে সম্প্রচার চালু করায় এ শিল্পে নতুন মাত্রা যোগ হলো বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন দেশ টিভির চেয়ারম্যান আসাদুজ্জামান নূর এমপি, নারী নেত্রী ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল প্রমুখ।