Topic: ৩২ পদের খাবার দিয়ে শাকিবকে আপ্যায়ন করলেন অপু বিশ্বাস।
‘পারু, এই পারু, তোমার বাড়িতে ডাকলে না যে আমাকে!’ দেবদাসের এই কথার কোনো জবাব না দিয়েই লজ্জা পেয়ে দৌড়ে বাড়ির ভেতরে গিয়েছিল পার্বতী। দেব নিজেই ‘নেমন্তন’ নিয়ে পারুদের বাড়ি গিয়েছিল, কিন্তু অন্নভোগ করেনি।
চাষী নজরুল ইসলামের দেবদাস ছবিতে এভাবেই অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।অপু বিশ্বাস বগুড়ায় একটি চমৎকার বাড়ি করেছেন। শাকিব সব সময় অপুকে বলতেন, ‘তোমার বাড়িতে দাওয়াত তো করলে না!’ এবার পূজায় অপু সেই সুযোগ পেয়ে গেলেন। শাকিবকে নিমন্ত্রণ জানালেন। শাকিব আর ‘না’ করেননি। গত বুধবার রাতে দেবদাস ছবির নির্মাতা চাষী নজরুল ইসলামকে নিয়ে তিনি অপুর বাড়িতে অতিথি হয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে মন্দিরে পূজা দেখেছেন। ভোগও নিয়েছেন। তারপর অপুর বাড়িতে খাওয়াদাওয়া করেছেন। চাষী নজরুল ইসলাম বলেন, ‘সে এক এলাহি কারবার! ৩২ পদের খাবার দিয়ে শাকিবকে আপ্যায়ন করলেন অপু। আর সেকি মানুষ! শাকিব এবং আমার অবস্থা এমন হলো, কোনটা ছেড়ে কোনটা খাই। কিন্তু একটু একটু করে খাবার নেওয়া হলো।’
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালবেলা শাকিব ও চাষী নজরুল ইসলাম বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
শাকিব বলেন, ‘আমি এর আগে পূজার আয়োজন নিয়ে অনেক কথা শুনেছি। কিন্তু এবার যা দেখলাম, তা এককথায় অসাধারণ। মাথার মধ্যে শুধু একটি বিষয়ই ঘুরপাক খেয়েছে যে এরা এত আয়োজন করল কখন?’ তবে দেবদাস ছবির চন্দ্রমুখী চরিত্রের অভিনেত্রী মৌসুমী অপুর বাড়িতে যেতে পারেননি। শাকিব বলেন, ‘আপু অন্য একটি কাজে আটকে গিয়েছিলেন, তাই যেতে পারেননি।’ চাষী নজরুল ইসলাম ব্যাপারটি ব্যাখ্যা করলেন ভিন্নভাবে, ‘শরৎচন্দ্র তো আর লেখেননি যে পারু চন্দ্রমুখীকে তাঁর বাড়িতে নিমন্ত্রণ করেছে। আর সেই নিমন্ত্রণ কি চন্দ্রমুখী রক্ষা করতে পারে! তাই চন্দ্রমুখী হয়তো যায়নি।
সুত্র
আমাদের নম্বর ওয়ান হিজড়া(শাকিব) খানের মোটা হওয়ার এই তাহলে রহস্য!!!!!! (অপু বিশ্বাসের ইয়াম্মি ইয়াম্মি রান্না)