Topic: পানি না খেয়েই কাটিয়ে দিয়েছেন ৭৮ বছর!!!

http://www.kalerkantho.com/admin/news_images/651/thumbnails/image_651_190321.jpg


ভারতের ব্যাঙ্গালুরুর নারাসাম্মা নামের ৯২ বছর বয়সী বৃদ্ধার দাবি, তিনি পানি পান না করেই কাটিয়ে দিয়েছেন জীবনের ৭৮টি বছর! সেই ১৪ বছর বয়স থেকে নাকি তিনি পান করেননি এক ফোঁটা পানিও! তাঁর এ দাবি আজগুবি বলে মনে হলেও তাঁর ঘনিষ্ঠজনরা এ ব্যাপারটির সত্যতা স্বীকার করেন। নারাসাম্মা জানান, ১৪ বছর বয়সে একবার হঠাৎ তাঁর গলা ভীষণ শুকিয়ে গেলে তিনি একবারে প্রায় ১০ লিটার পানি পান করে ফেলেন। এরপর তাঁর শরীর ভীষণভাবে ফুলে উঠতে থাকে। একটা সময় পর নিজের পেশির ওপর নিয়ন্ত্রণ হারানোর পর তাঁকে আয়ুর্বেদিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর সুস্থ হলে এর পর থেকে আর কখনোই পানি পান করেননি তিনি। এমনকি পানি না খেয়েই দিব্যি সুস্থ বোধ করেন তিনি।
প্রায় একই রকম কাহিনী ভারতীয় যোগী প্রহ্লাদ জেনির। ৮২ বছরের এ মুনির দাবি, তিনি ৭০ বছর ধরে কোনো রকম খাবার ছাড়াই বেঁচে আছেন। এমনকি তিনি পান করেননি পানিও। আর এ দাবি যে মিথ্যে নয়, তার প্রমাণও দিয়েছেন হাতেনাতে। ভারতীয় কিছু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে তাঁকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। অনেক দিন পানিসহ কোনো কিছু না খেয়েই সে পরীক্ষায় তিনি পাস করেন শতভাগ নম্বর নিয়ে!

সূত্রঃ কালের কণ্ঠ

ফরেনসিক এর জ্ঞান তো হার মানল...