Topic: না এসে থাকতে পারলাম না !
ফোরামের জগতে আমি অচেনাকেউ,এই ইউজার আইডি'তেই সর্বপ্রথম প্রজন্মে রেজিঃ করি। কিন্তু পাসওয়ার্ড জটিলতার কারণে ঐ ইউজার আইডি আর সেখানে ব্যবহার করা হয়নি। তারপরে রংমহল, সেখানে আর পাসওয়ার্ড জটিলতা হয়নি (কেননা ততদিনে মোটামুটিভাবে কম্পিউটার চালানো শিখে গেছি)। কিন্তু সেখানে অন্য এক জটিলতার স্বীকার হলাম ~ কেউ বলে আমি মেয়ে, কেউ বলে ছেলে, কেউ ডাকে ভাফা, কেউ ডাকে কাকী...
বেশ কিছুদিন সে অত্যাচার সহ্য করেছি, কিন্তু যখন কেউ আমার পার্সোনালিটি এমনকি মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুললো তখন আর পরিচয় প্রকাশ না করে থাকতে পারলাম না; একটা নির্দিষ্ট (আমার জন্মদিনে) তারিখের ঘোষণা দিয়ে স্ব-নামে হাজির হলাম। তখনও অনেকের সন্দেহ যায় না ! আসলেই কি আমি...
আর এখানে আসলাম আড্ডার আসরে সাঈদুজ্জামান উপলের দেয়া টপিকে ঠিকানা পেয়ে,এসে দেখলাম; ঝকঝকে তকতকে একটা (আউটলুক/গেট আপ খুবই সৌন্দর্যপূর্ণ) ....আর তাছাড়া পরিচিত অনেকেই যেমন তৌফিক হাসান শাওন/সাইফ দি বস/পলাশ মাহমুদ/সালেহ আহমেদ আছেন; সুতরাং...

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।