Topic: বিশ্বসুন্দরীর শিরোপা জিততে মিথ্যা তথ্য দিয়েছেন লাইলা!

http://i.imgur.com/islVc.jpg

অভিযোগ উঠেছে এবারের মিস ইউনিভার্স লাইলা লোপেজের বিরুদ্ধে। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন। সমপ্রতি এমন খবরই চাউর হয়েছে। শুধু তাই নয়, শিরোপা জেতার জন্য তিনি বিচারকদের ঘুষ দিয়েছেন বলেও খবর রটেছে। সমপ্রতি আর্জেন্টিনিয়ান একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, যুক্তরাজ্যে অনুষ্ঠিত এবারের বিশ্বসুন্দরী প্রতিযোগিতার কোয়ালিফাইং রাউন্ডে অংশগ্রহণ নিশ্চিত করতে মিথ্যার আশ্রয় নিয়েছেন লাইলা। ওই প্রতিযোগিতাটি ছিল প্রবাসী অ্যাঙ্গোলানদের জন্য। সেখানে তিনি নিজেকে যুক্তরাজ্যে বসবাসরত অ্যাঙ্গোলান নাগরিক বলে দাবি করেছেন। অথচ কখনও তিনি নিজের দেশ অ্যাঙ্গোলার বাইরে বসবাস করেননি। আর্জেন্টাইন পত্রিকাটিতে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, চার্লস মুকানো নামের এক ব্যক্তি লাইলাকে মিথ্যা কাগজপত্র তৈরির কাজে সাহায্য করেছেন। ভুয়া সেই কাগজে লাইলাকে বৃটিশ স্কুলের বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ের একজন শিক্ষার্থী হিসেবে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, লাইলার বিজয় নিশ্চিত করতে যুক্তরাজ্যের বিচারকদের চার্লস মুকানোর ঘুষ দেয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছে পত্রিকাটি।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: বিশ্বসুন্দরীর শিরোপা জিততে মিথ্যা তথ্য দিয়েছেন লাইলা!

তাহলে বলা যায় লায়ার লোপেজ