Topic: স্বদেশ শ্রেষ্ঠ
স্বদেশ শ্রেষ্ঠ
- সুজন পাল
তুমিই সজীব, তুমিই সবল, তুমিই জাতির নেতা,
স্বদেশের তরে কাজ করে যাও, তুমিই শান্তিক্রেতা।
তুমিই সঠিক, তুমিই সত্য, তুমিই দেশের প্রাণ,
স্বদেশের তরে হাসিমুখে তাই জীবনটা করো দান।
স্বদেশের তরে জীবন দানে তো নাই জীবনের ক্ষয়,
স্বদেশের কাজে এগিয়ে আসতে কেন তবে পাও ভয়?
যে দেশ তোমায় এতটা দিয়েছে, দিয়েছে থাকার ঠাই,
সে দেশ কে তুমি কতটা দিয়েছ, এইবার বলো, ভাই।
দেহে যতদিন প্রাণখানি আছে, গড়িয়া তাহাকে তোল,
স্বদেশ শ্রেষ্ঠ, স্বদেশ শ্রেষ্ঠ - সর্বদা তাই বলো।