Topic: Film Noir' কি ? ১৫০ এর বেশি 'Film Noir' মুভি।

পুরা টপিক টা সামু থেকে দিপ ভাই এর পোস্ট কপি পেস্ট করা।

মুল পোস্ট এখানে


এই টার্মটার সাথে আমার বেশ আগে থেকেই পরিচিত ছিলো কিন্তু এর সঠিক অর্থ আমি জানতাম না। আমি ভাবতাম নতুন ফিল্ম গুলোকে যদি সাদাকালো করে বানানো হয় সেগুলোকে 'Film Noir' বলে। কিন্তু এটা বিশালাকারের একটা ভুল ছিল তা আমি জানলাম পরে। আমি আমার জানা নিয়েই বসে ছিলাম। কোনো ঘাটাঘাটা করিনি। হঠাত করেই ফেলুদার চারমিনার ভাইয়ের একটা পোষ্টের মাধম্যে আমি এই বিষয়টা জানতে পারলাম। পরে কিছু পড়াশুনার চেষ্টা করলাম। সে পড়াশুনার ফলাফল এই পোষ্ট।
'Film Noir' ।

'Film Noir' হলো মুভির একটা টার্মের নাম। এই মুভিগুলো সাধারনত সাদাকালো হয়। অধিকাংশ ক্ষেত্রে এই টার্মের যে মুভিগুলো বর্তমানে তৈরী হচ্ছে সেগুলো কিছু কিছু সাদাকালো করা হচ্ছে। কারন হলো এই টার্মের সৃষ্টিকে সম্মান দিয়ে কাজটা করা হয়।
সাধারনত ক্রাইম, ড্রামা মুভিগুলো, শুধুমাত্র কারেক্টরবেজে এই ট্রামে প্রবেশ করে। ক্রাইম ড্রামা হলেই হবেনা, থাকতে হবে একটি বিশেষ গুন। অবশ্যি কারেক্টরগুলোকে হতে হবে নেগেটিভ। অর্থাৎ নেগেটিভ কারেক্টরএর উপর ভিত্তি করে তৈরী মুভিগুলোই এই টার্মের অংশ। সাধারনত এই টার্মটা চালু হয় ১৯৪০ সাল থেকে। মোটামোটি ২০ বছর ১৯৬০ সাল পর্যন্ত দাপোটের সাথে চলতে থাকে। এই ২০ বছরে 'Film Noir' এর ডাটাবেজ হয়েছে কয়েক হাজারের উপরে। ৯০% মুভিই ছিল অসাধারন।

ফ্রান্সের মুভিবোদ্ধা Nino Frank সর্বপ্রথম হলিঊডে এটা ব্যহার করেন। প্রথমে দর্শক না নিলেও পরে দর্শক এটা নিত্যদিনের খাবারের মত নেওয়া শুরু করে। শুরু থেকেই ভালো মুভি পেতে থাকে এই টার্ম। কিছু মেধাবী পরিচালকের সংস্পর্সে টার্মটা আরো সমৃদ্ধ হতে থাকে।

আকফ্রেড হিচকক Notorious , Strangers On A Train, Shadow Of A Doubt , The Wrong Man ইত্যাদি মুভিগুলো এই ট্রামে যোগ করেন।

Billy Wilder এর Double Indemnity, Sunset Boulevard মুভি দুটি এই টার্মটাকে এক ধাক্কায় অনেক উপরে নিয়ে যান। যা পরবর্তিতে তরুন ডিরেক্টরদের অনুপ্রানিত করে, ফলাফলে আসে আরো কিছু অসাধারন মুভি। তাছাড়া Billy Wilder এর Ace In The Hole,The Lost Weekend ও বেশ ঊলেক্ষযোগ্য।

John Huston এর The Maltese Falcon মুভি দিয়ে মূলত সঠিক যাত্রা শুরু করে এই টার্ম। তার উল্লেকযোগ্য মুভি Key Largo , The Asphalt Jungle।

Stanley Kubrick এর The Killing ও ছিল একটা টার্নিং পয়েন্ট.

ধিরে ধিরে এই টার্মটা মুভি গবেষকদের মাঝে অন্যতম হয়ে যায়। ক্লাসিক প্রিয় কোটি কোটি মুভিখোরড়া এই মুভিগুলোকে ভালবেসে ফেলেন। ১৯৬০ সালের পরে আর এই মুভি সেরকমের তৈ্রী হয়নি। তখন চলে এসেছে সাইন্সফিকশকন এর যুগ। তাও ২-৩ বছরে একটা বেশ ভালো মুভি থাকছে এই টার্মের।

'Film Noir' এর ঝড়তোলা সময়ের সেরা ১০০ টি মুভিঃ

1. The Maltese Falcon - (1941, John Huston)
2. Double Indemnity - (1944, Billy Wilder)
3. The Big Sleep - (1946, Howard Hawks)
4. Sunset Boulevard - (1950, Billy Wilder)
5. The Third Man - (1949, Carol Reed)
6. M - (1931, Fritz Lang)
7. Notorious - (1946, Alfred Hitchcock)
8. Touch Of Evil - (1958, Orson Welles)
9.iss Cross - (1949, Robert Siodmak)
10. Strngers On A Train - (1951, Alfred Hitchcock)
11. Out Of The Past - (1947, Jacques Tourneur)
12. The Big Combo - (1955, Joseph H. Lewils)
13. The Night Of The Hunter - (1955, )
14. The Killing - (1956, Stanley Kubrick)
15. Key Largo - (1948, John Huston)
16. I Am A Fugitive From A Chain Gang -(1932,Mervyn)
17. Ace In The Hole - (1951, Billy Wilder)
18. Laura - (1944, Otto Preminger)
19. White Heat - (1949, Raoul Walsh)
20. The Lost Weekend - (1945, Billy Wilder)
21. Angels With Dirty Faces - (1938, Michael Curtiz)
22. Rififi - (1955, Jules Dassin)
23. Sweet Smell of Success - (1957, )
24. The Blue Dahlia - (1946, George Marshall)
25. Night And The City - (1950, Jules Dassin)
26. The Set-Up - (1949, Robert Wise)
27. Scarface - (1932, Howard Hawks) (P
28. Shadow Of A Doubt - (1943, Alfred Hitchcock)
29. The Big Heat - (1953, Fritz Lang)
30. The Asphalt Jungle - (1950, John Huston)
31. Nightmare Alley - (1947, Edmund Goulding)
32. Body And Soul - (1947, Robert Rossen)
33. In A Lonely Place - (1950, Nicholas Ray)
34. The Lady from Shanghai - (1947, Orson Welles)
35. Ossessione - (1943, Luchino Visconti)
36. The Woman in the Window - (1944, Fritz Lang)
37. Pickup On South Street - (1953, Samuel Fuller)
38. Scarlet Street - (1945, Fritz Lang)
39. Kiss Of Death - (1947, Henry Hathaway)
40. Gun Crazy (aka: Deadly Is The Female) - (1950,)
41. Mildred Pierce - (1945, Michael Curtiz)
42. Where The Sidewalk Ends - (1950, Otto Preminger)
43. The Naked City - (1948, Jules Dassin)
44. Gilda - (1946, Charles Vidor)
45. Murder, My Sweet - (1944, Edward Dmytryk)
46. Kiss Me Deadly - (1955, Robert Aldrich)
47. Sudden Fear - (1952, )
48. This Gun For Hire - (1942, Frank Tuttle)
49. Dark Passage - (1947, Delmer Daves)
50. The Postman Always Rings Twice - (1946,)
51. Fury - (1936, Fritz Lang)
52. Leave Her To Heaven - (1945, John M. Stahl)
53. D.O.A. - (1950, Rudolph Maté)
54. Kansas City Confidential - (1952, Phil Karlson)
55. Force Of Evil - (1948, Abraham Polonsky)
56. Crossfire - (1947, Edward Dmytryk)
57. The Strange Love Of Martha Ivers - (1946)
58. House Of Strangers - (1949, Joseph L. Mankiewicz)
59. Scandal Sheet - (1952, Phil Karlson)
60. The Wrong Man - (1956, Alfred Hitchcock)
61. Odds Against Tomorrow - (1959, Robert Wise)
62. Raw Deal - (1948, Anthony Mann)
63. Act of Violence - (1948, Fred Zinnemann)
64. The Stranger - (1946, Orson Welles)
65. You Only Live Once - (1937, Fritz Lang)
66. Angel Face - (1952, Otto Preminger)
67. Pitfall - (1948, André De Toth)
68. Detour - (1945, Edgar G. Ulmer)
69. On Dangerous Ground - (1952, Nicholas Ray)
70. Panic In The Streets - (1950, Elia Kazan)
71. Possessed - (1947, Curtis Bernhardt)
72. Human Desire - (1954, Fritz Lang)
73. The Street With No Name - (1948,)
74. Fallen Angel - (1945, Otto Preminger)
75. Phantom Lady - (1944, Robert Siodmak)
76. Cry of the City - (1948, Robert Siodmak)
77. Dead Reckoning - (1947, John Cromwell)
78. T-Men - (1947, Anthony Mann)
79. Party Girl - (1958, Nicholas Ray)
80. The File On Thelma Jordon - (1950,)
81. The Brasher Doubloon - (1947, John Brahm)
82. Clash by Night - (1952, Fritz Lang)
83. Mystery Street - (1950, John Sturges)
84. Niagara - (1953, Henry Hathaway)
85. While The City Sleeps - (1956, Fritz Lang)
86. Side Street - (1950, Anthony Mann)
87. The Big Knife - (1955, Robert Aldrich)
88. Border Incident - (1949, Anthony Mann)
89. Desperate - (1947, Anthony Mann)
90. Whirlpool - (1949, Otto Preminger)
91. Journey Into Fear - (1943, Norman Foster)
92. Undercurrent - (1946, Vincente Minnelli)
93. Hollow Triumph - (1948, Steve Sekely)
94. Beyond A Reasonable Doubt - (1956, Fritz Lang)
95. House Of Bamboo - (1955, Samuel Fuller)
96. Lady in the Lake - (1947, Robert Montgomery)
97. The Two Mrs. Carrolls - (1947, Peter Godfrey)
98. Roadblock - (1951, Harold Daniels)
99. Where Danger Lives - (1950, John Farrow)
100. Stranger On The Third Floor -(1940, Boris Ingster)

বর্তমান সময়ের আমার প্রিয় কিছু মুভি

Chinatown - (1974, Roman Polansk)
L.A. Confidential - (1997, Curtis Hanson)
Kiss Kiss Bang Bang - (2005, Shane Black)
Se7en - (1995, David Fincher)
Blade Runner - (1982, Ridley Scott)
Blood Simple - (1984, Joel Coen) (
Sin City - (2005, Frank Miller)
The Usual Suspects - (1995, Bryan Singer)
Body Heat - (1981, Lawrence Kasdan)
Klute - (1971, Alan J. Pakula)
The Grifters - (1990, Stephen Frears)
Fargo - (1996, Joel Coen)
Night Moves - (1975, Arthur Penn)
Devil In A Blue Dress - (1995, Carl Franklin)
Blue Velvet - (1986, David Lynch)
Dark City - (1998, Alex Proyas)
The Man Who Wasn't There - (2001, Joel Coen)
The Public Eye - (1992, Howard Franklin)

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: Film Noir' কি ? ১৫০ এর বেশি 'Film Noir' মুভি।

হুমম,বুঝলাম। এই টার্মের ৪টি মুভি দেখেছি।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg