Topic: ফোরাম নিয়ে একটি কৌতুক !!
বিভিন্ন ফোরামে বিভিন্ন পোস্ট পড়ে এতদিনে আমার একটা অভিজ্ঞতা হল। এর সাথে কিছু কাল্পনিক বিষয় যোগ করে একটা JOKE বানিয়ে ফেললাম !!
১। কোন এক ফোরামে কোন এক ফোরামিক “ক” একটা সুন্দর পোস্ট দিলো।
২। মিনিট পাঁচেক পর, প্রথম কমেন্ট এলো “খ” এর কাছ থেকেঃ
সুন্দর লিখেছেন। ভালো লাগলো। ধন্যবাদ
৩। এবার “ক” রিপ্লাই দিল এভাবেঃ
খ লিখেছেনঃ
সুন্দর লিখেছেন। ভালো লাগলো। ধন্যবাদ
ওয়েলকাম ভাই।
৪। এরকম বিনয়ী মনোভাব দেখে "খ" আরও বেশি বিনয়ী হয়ে উঠলো!! আর রিপ্লাই দিলো এভাবেঃ
ক লিখেছেনঃ
খ লিখেছেনঃ
সুন্দর লিখেছেন। ভালো লাগলো। ধন্যবাদওয়েলকাম ভাই।
আসেন ভাই, মুলাকাত করি
ওয়েলকাম দেয়ার জন্য ধন্যবাদ।
৫। এখন "ক" ভাবল, তার পোস্টে কেউ কমেন্ট করে উত্তর পাবে না, এটা হয় নাকি?
তাই সে পাল্টা উত্তর দিলোঃ
খ লিখেছেন
ক লিখেছেনঃ
খ লিখেছেনঃ
সুন্দর লিখেছেন। ভালো লাগলো। ধন্যবাদওয়েলকাম ভাই।
![]()
![]()
আসেন ভাই, মুলাকাত করি
![]()
ওয়েলকাম দেয়ার জন্য ধন্যবাদ।
ভাই, আপনার দ্বিতীয় ধন্যবাদ এর জন্য আমার তরফ থেকে আপনাকে দ্বিতীয় ওয়েলকাম
-----------------------------------------------------
----------------------------------------
---------------------------
--------------
---
আর এভাবেই কিছু কিছু পোস্ট কমেন্টের জাহাজে পরিণত হয়!!
এই ধন্যবাদ-ওয়েলকাম ভিত্তিক কনভারসেশন এর সমাপ্তি কবে হবে, তা "ক" ও "খ" কেউ জানে না!!
আর তাই, ফোরামে ফেসবুকের মত LIKE অপশনটা খুব জরুরি!!