Topic: ইসলামিক ফোরাম "আলোর নিশান"এ সবাইকে আমন্ত্রন ।
চালু হলো ফোরাম "আলোর নিশান"। হাজারো ফোরামের ভিড়ে একটু আলো ছড়াতে এই ফোরামের যাত্রা শুরু হলো। ইসলাম এবং বাংলা সাহিত্য নিয়ে সামনে এগোতে এই ফোরাম আপনাদের জন্য আলোর নিশান হয়ে থাকবে বলে আশা রাখছি। এখনো এটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু ছোট-খাটো সমস্যা রয়েছে যা অতি দ্রুত সারানো হচ্ছে। আগ্রহীদের সদস্য হওয়ার জন্য আহবান জানাচ্ছি। আপনাদের পদচারণায় ফোরাম মুখরিত হয়ে উঠবে, এই আশা করছি।
ধন্যবাদ।