Topic: আমি পলাশ মাহমুদ
লেডিস এন্ড জেন্টল ম্যান, যুবক অথবা যুবতী, ছোড়া অথবা ছুড়ি যেই ব্যক্তি হোন না কেন আপনাকে স্বাগতম আমার মতো নাদানের টপিকে ঢু মেরে পরবার জন্য:
হে মহান অতিথি, স্বাগতম আপনাকে, শুভেচ্ছা গ্রহন করুন
আমার নাম পলাশ মাহমুদ। পেশায় একজন কম্পিউটার আইটি অফিসার। নেশায় কম্পিউটার গুতানো। গুতোতে গুতোতেই গুতাগুতির দুনিয়াতে হুট করে এই ফোরামে আমার আগমন।
আমার ভালো লাগে কবিতা পড়তে, লিখতে এবং আবৃত্তি করতে। গল্পের বই পেলেতো কোন কথাই নেই। খোলা আকাশ ভালো লাগে, একাকিত্ব ভিষন ভালো লাগে।
প্রায় সব ধরনের গানই পছন্দ করি। শুধু মাত্র “বাসর ঘরের বাত্তি নিবাইয়া” টাইপের গান ছাড়া।
আমি থাকি বাংলাদেশের একটি ছোট্র গামে, গাজীপুরে। আমাদের বিরাট একটা বাড়ি আছে। দূর থেকে দেখলে মনে হয় স্কুল ঘর।
আমার প্রিয় রং কালো, ফুল হচ্ছে পলাশ (নিজের নাম দেখেই মনে হয়)। আমার দিনকাল কাটে বসে, ঘুমিয়ে এবং ভিষন ব্যস্ততায়।
এই হলো আমার নিত্যদিনের হালচাল।
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!
আমাকে পাবেন এলোমেলো-তে!!!