Topic: আমি পলাশ মাহমুদ

লেডিস এন্ড জেন্টল ম্যান, যুবক অথবা যুবতী, ছোড়া অথবা ছুড়ি যেই ব্যক্তি হোন না কেন আপনাকে স্বাগতম আমার মতো নাদানের টপিকে ঢু মেরে পরবার জন্য:

                 হে মহান অতিথি, স্বাগতম আপনাকে, শুভেচ্ছা গ্রহন করুন


আমার নাম পলাশ মাহমুদ। পেশায় একজন কম্পিউটার আইটি অফিসার। নেশায় কম্পিউটার গুতানো। গুতোতে গুতোতেই গুতাগুতির দুনিয়াতে হুট করে  এই ফোরামে আমার আগমন।

আমার ভালো লাগে কবিতা পড়তে, লিখতে এবং আবৃত্তি করতে। গল্পের বই পেলেতো কোন কথাই নেই। খোলা আকাশ ভালো লাগে, একাকিত্ব ভিষন ভালো লাগে।
প্রায় সব ধরনের গানই পছন্দ করি। শুধু মাত্র “বাসর ঘরের বাত্তি নিবাইয়া” টাইপের গান ছাড়া।

আমি থাকি বাংলাদেশের একটি ছোট্র গামে, গাজীপুরে। আমাদের বিরাট একটা বাড়ি আছে। দূর থেকে দেখলে মনে হয় স্কুল ঘর।
আমার প্রিয় রং কালো, ফুল হচ্ছে পলাশ (নিজের নাম দেখেই মনে হয়)। আমার দিনকাল কাটে বসে, ঘুমিয়ে এবং ভিষন ব্যস্ততায়।
এই হলো আমার নিত্যদিনের হালচাল।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: আমি পলাশ মাহমুদ

পলাশ ভাই, ভাল লাগল আমদের সাথে যোগ দেবার জন্য, গাজীপুর এর অনেক মেয়েরা আমাদের মেডিকেল এ পড়ে, গাজীপুর এ ঠিক কোথায় থাকেন জানলে, বেশ সুবিধা হত, আপনার পরিচিত কেও কী রাজশাহী মেডিকেল এ পড়ে? ভাল থাকবেন।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: আমি পলাশ মাহমুদ

welcome....
গাজীপুরে আপনার বাসা কোথায় জানালে ভালো হত।
আমি গাজীপুরে থাকি (আইইউটি)।

টোটালি এক্সট্রোভার্ট। যখন যা মন চায়, তাই করি।


Re: আমি পলাশ মাহমুদ

পলাশ মাহমুদ wrote:

প্রায় সব ধরনের গানই পছন্দ করি। শুধু মাত্র “বাসর ঘরের বাত্তি নিবাইয়া” টাইপের গান ছাড়া।


ভাই এত জনপ্রিয় (!!!) একটা গান সম্পর্কে এমন কথা বলতে পারলেন ।  :optimist:  :optimist: 

পলাশ মাহমুদ wrote:

আমার দিনকাল কাটে বসে, ঘুমিয়ে এবং ভিষন ব্যস্ততায়।

ভাই শান্তিমত ঘুমানও কিন্তু মারাত্মক পরিশ্রমের কাজ।  :jump:   :jump:

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: আমি পলাশ মাহমুদ

sawontheboss4 wrote:

পলাশ ভাই, ভাল লাগল আমদের সাথে যোগ দেবার জন্য, গাজীপুর এর অনেক মেয়েরা আমাদের মেডিকেল এ পড়ে, গাজীপুর এ ঠিক কোথায় থাকেন জানলে, বেশ সুবিধা হত, আপনার পরিচিত কেও কী রাজশাহী মেডিকেল এ পড়ে? ভাল থাকবেন।

আমি গাজীপুরের একটা ছোট গ্রাম এর মাঝে বিরাট বড়ো বাড়িতে থাকি। আমার পরিচিত লোকজন খুবই কম, তাই বলতে পারছি না। মনে হয় পরে না।

Mishuk মিশুক wrote:

welcome....
গাজীপুরে আপনার বাসা কোথায় জানালে ভালো হত।
আমি গাজীপুরে থাকি (আইইউটি)।

আপনি তো তাহলে আমার কাছেই থাকেন। হয়তো একদিন না হয় একদিন দেখা হবে।
@উপল: ভাই আমি এমনিতেই গান বাজনা খুব কম শুনি। তবে এ ধরনের গান শুনলে মাথা কিরাম যেন চক্কর মারে। আর নিশ্চিন্ত ঘুমানো আসলেই পরিশ্রমের।

http://img51.imageshack.us/img51/2053/adda1.png
এলোমেলো আকাশে উড়িয়েছো শাড়ির আচল,
হঠ্যাৎ যেন মেখে দিয়েছো, ঐ দু'চোখে ভালোবাসার কাজল!

আমাকে পাবেন এলোমেলো-তে!!!


Re: আমি পলাশ মাহমুদ

মাশা'ল্লাহ !
আপনিও দেখি একই ভাষণ সব জায়গাতে...
আর ওদিকে আমি করলেই যত দোষ...নন্দ...
আপনাকে রামেক এর বাংলা ফোরামে স্বাগতম ।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।