Topic: নকিয়া নিয়ে এল ‘নকিয়া সি২০৩’
ঢাকা: নকিয়া বাজারে নিয়ে এলো ‘নকিয়া ব্রাউজার’ সম্বলিত হ্যান্ডসেট নকিয়া সি-২০৩। এ হ্যান্ডসেটের মাধ্যমে অল্প খরচে যে কেউ ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। এছাড়াও পাবেন ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।
বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ সেটের উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
ইয়াফেস ওসমান বলেন, ‘মোবাইল হ্যান্ডসেটের জগতে নকিয়া খুবই একটি পরিচিত নাম। ডিজিটাল বাংলাদেশ গঠনে নকিয়ার অত্যাধুনিক মোবাইল সেটটি ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘মোবাইল ফোনের একক মনোপলি ব্যবসা ভেঙে সবার হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।’
সংবাদ সম্মেলনে নকিয়ার কান্ট্রি ম্যানেজার আবু দাউদ খান বলেন, ছাত্র বা সাধারণ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই নকিয়া ব্রাউজারটি তৈরি করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘এটা খুবই দ্রুততার সঙ্গে কাজ করবে এবং খরচও অনেক কম হবে। সহজ প্রযুক্তি সম্বলিত এ ব্রাউজারটি সহজে ব্যবহার করা যাবে।’
এর মাধ্যমে যে কেউ সারা দিনের ইন্টারনেট ব্যালান্স দেখতে পাবেন বলেও জানান তিনি।
নকিয়া সি২০৩ মোবাইল সেটের দাম পড়বে ৭ হাজার ৯০০ টাকা।
এ সেটে টাচ স্ক্রিন ডিসপ্লে, জিএসএম/জিপিআরএস কানেক্টিভিটি নকিয়া ব্রাউজার, ৩ দশমিক ৫ এমএম হ্যান্ড জ্যাক, এফএম রেডিও, টু এমপি ক্যামেরা, ১০ মেগাবাইট ইন্টারনাল মেমোরি এবং ৩২ মেগাবাইট মাইক্রো এসডি কার্ডের সুযোগ-সুবিধা পাওয়া যাবে বলে জানান তিনি।
ক্লিক করে বড় করে দেখুন!