Topic: চোখ রাখুন রাজশাহীর স্থানীয় পত্রিকায়

আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে, গত ২৪/০৪/২০১০ ইং তারিখে দৈনিক প্রথম আলোতে রাজশাহী মেডিক্যাল কলেজের বাংলা ফোরাম সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অতি শিগ্রই রাজশাহীর স্থানীয় পত্রিকা গুলোতেও ফোরামের বিজ্ঞাপন প্রকাশিত হতে যাচ্ছে।

সালাম সালাম হাজার সালাম, সকল শহীদ স্বরণে
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে


Re: চোখ রাখুন রাজশাহীর স্থানীয় পত্রিকায়

সাকির আহমেদ রনি wrote:

আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে, গত ২৪/০৪/২০১০ ইং তারিখে দৈনিক প্রথম আলোতে রাজশাহী মেডিক্যাল কলেজের বাংলা ফোরাম সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

আগে জানিনি ~ আপনার এই লেখা পড়ে জেনেছি
এবং  সেই সাথে প্রথম আলো'র লিংক টা খুঁজে বের করলাম।

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।