Topic: পিসির জন্য অ্যালার্ম ক্লক শেয়ার করুন

আমরা সাধারণত মোবাইলে বা টেবিল ঘড়িতে অ্যালার্ম দিয়ে ঘুমাই। sleepy
মাঝে মাঝে মোবাইলের চার্জ ঘুমের মধ্যে ফুরিয়ে যায়, ঘড়ির ব্যাটারি ঘুমের মধ্যে ডাউন হয়ে যায়। তখন অ্যালার্ম বাজে না।at wits' end
কিন্তু আমরা যারা রাত জাগা পাখি আছি, বিশেষ করে যারা কোনকিছু ডাউনলোড দিয়ে ঘুমাই, তারা ইচ্ছা করলে পিসিতে অ্যালার্ম ক্লক সফটওয়্যার ব্যবহার করতে পারি। thumbs up
আমি নেট থেকে কিছু এই জাতীয় সফটওয়্যার ডাউনলোড করেছি। কিন্তু কোনটার ইন্টারফেস আমার পছন্দ হয় নি। I don't want to see
আপনারা কোন অ্যালার্ম ক্লক ব্যবহার করেন, শেয়ার করেন প্লিজ। praying
আগে দর্শনদারী, পরে গুণবিচারী। তাই কোন সুদর্শন অ্যালার্ম ক্লক থাকলে লিংক দিতে ভুলবেন না।  hurry up!

আমার ডাউনলোডকৃত সফটওয়্যারগুলোর মধ্যে এইটা মোটামুটি ভালো। তবে আমি চাই আরও সুন্দরী সফটওয়্যার!! waiting