(edited by সুজন পাল 2011-09-29 13:32:55)

Topic: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

IDM সম্পর্কে নতুন করে বলার কিছু নাই। অনেক ডাউনলোড ম্যানেজার চালানোর পরেও এর মত সুবিধা কোনটায় পাই নাই। এবার নিন এর ৬.০৭ ভার্শন (সাইলেন্ট ইন্সটলার)
এতে option on completion নামক আলাদা একটা tab আছে।
এর সুবিধা সম্পর্কেও নতুন করে বলার কিছু নাই।
আগে এটা option এর মধ্যে ছিল। আর এখন এটা বাইরে এসেছে।
আপনার IDM আপগ্রেডেড আছে তো?
না থাকলে এখনই করে নিন।



Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

অনেক ধন্যবাদ সুজন ভাই  happy

একজন মানুষের জীবন হচ্ছে~ক্ষুদ্র আনন্দের সঞ্চয়,একেকজন মানুষের আনন্দ একেক রকম...http://www.rongmohol.com/uploads/1805_adda_logo_4.gif

গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।


Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

Thanks..



(edited by সুজন পাল 2011-08-16 09:50:49)

Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

IDM প্রতিনিয়তই আপডেট হচ্ছে।
এই পোস্টে দিয়েছিলাম IDM 6.07 BUILD 3.
আজ নিন এর সবচাইতে আপডেটেড ভার্শন IDM 6.07 BUILD 8.

ফাইলটি মিডিয়াফায়ারে আপলোড করে দিলাম। ডাউনলোড করে নিন।

আর হ্যাঁ, এই ভার্শনটিও সাইলেন্ট ইন্সটলার। তবে এটি ইন্সটল করার আগে আগেরটি আনইন্সটল করে নিয়ে পিসি একবার রিস্টার্ট দিয়ে নিবেন। তাহলেই আর কোন সমস্যা হবে না।



Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

ফায়ার ফক্স কম্প্যাটেবল?

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

উপল BD wrote:

ফায়ার ফক্স কম্প্যাটেবল?

হ্যাঁ। আমি মজিলা ৬ (বিটা) ভার্শনেও এটা দিয়ে ইউটিউব ভিডিও ডাউনলোড করছি। ৬ এর নিচের ভার্শনগুলোতেও চলবে।



Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

আবার আপডেট !!
এবার IDM 6.07 BUILD 9.
একটা খারাপ খবর আছে!! এই ভার্শনে আইকন সেট মাত্র ২ টা। sad
তাই, যদি আপনি পূর্বের ভার্শন আনইন্সটল করে নতুনটা ইন্সটল করেন, তবে আপনি ২ সেট আইকন পাবেন (যারা শৌখিন, তাদের খারাপ লাগবে!!)  at wits' end
আর যদি আপনি পূর্বের ভার্শন আনইন্সটল না করে নতুনটা ইন্সটল করেন, তবে আপনি পুরো ১১ সেট আইকনই পাবেন।  dancing
এখন আপনার মর্জি। 
আপডেটেড থাকুন সবসময়, আপডেটেড রাখুন আপনার আইডিএম !!  thumbs up



Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

চরম । করলাম আগের টার উপর দিয়ে।



Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

নামালাম!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: নিজের নামে রেজিস্টার করুন আপনার IDM 6.07 (LATEST FULL VERSION)!!

http://i.imgur.com/90Xls.jpg


হ্যাঁ, ছবিতে আপনি ঠিকই দেখেছেন। আইডিএম টা আমার নামে রেজিস্টার্ড !!
আপনার নামেও আপনি করে নিতে পারবেন নিচের পদ্ধতিতেঃ

যা যা লাগবেঃ
* IDM 6.07 BUILD 11
* IDM CRACKER TOOL

কার্যপ্রণালীঃ
*আগের কোন ভার্শন পিসিতে ইন্সটল করা থাকলে তা আনইন্সটল করে পিসি রিস্টার্ট দিয়ে নিন।
*এবার  আপডেটেড ভার্শনটি নরমাল নিয়মে ইন্সটল করুন।
*এবার IDM CRACKER TOOL টি চালু করুন। এরকম আসবে…

http://i.imgur.com/xu9CK.jpg


এখানে তীর চিহ্নিত বক্সে আমার নাম দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে আপনার নাম দেখাবে। যদি না দেখায়, তবে ওই বক্সের পাশে AUTO এর টিক টা উঠিয়ে দিন আর তারপর আপনার নিজের নাম লিখুন REGISTRATION NAME বক্সে।
এরপর START এ ক্লিক করুন। ডান পাশের বার টা পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ব্যস, কাজ শেষ!
ABOUT IDM এ গিয়ে দেখুন, আপনার আইডিএম আপনার নামে রেজিস্টার্ড ! !
এই টুলের মাধ্যমে আপনি আপনার আইডিএম আপডেটও করতে পারবেন।
তাহলে আর কিসের অপেক্ষা? আপনার নামে করে নিন আপনার আই ডি এম !!