Topic: বিশ্ববিবেক কাপানো একটি ছবির কথা বলছি....
আপনারা কেউ কি জানেন, একটি মাত্র ছবিই একটি যুদ্ধের পরিসমাপ্তি ও লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি এড়াতে সক্ষম হয়েছিল। আজকে আপনাদের সেই ছবিটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি
১৯৭২ সালের ৮ই জুন। ভিয়েতনাম যুদ্ধে নাপাম বোমার আগুনে জ্বলছে Trang Bang গ্রাম। আগুনে দগ্ধ নয় বছরের নগ্ন বালিকা Kim Phúc (ফুক) ও আতঙ্কিত কিছু শিশু জীবন বাঁচাতে দৌড়ছে। উল্লিখিত ছবিটি তুলেছিলেন Associate Press-এর ফটোগ্রাফার Nick Ut। তিনি এই ছবিটির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন। নাপামের আগুনে দগ্ধ ও আতঙ্কগ্রস্থ কিম ফুকের নগ্ন ছবিটি ভিয়েতনাম যুদ্ধ তথা ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তুলতে আগুনে ঘৃতাহুতির মত কাজ করেছিল।
বি দ্র: ইতিহাস সাক্ষ্য দেয় যে সাম্রাজ্যবাদী এবং অবৈধ দখলদার শক্তি আমেরিকা ১৯৬৫ সালে ভিয়েতনামের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধে আমেরিকা বিশ্ব কুখ্যাত নাপাম বোমা পরীক্ষামূলক্ভাবে সর্বপ্রথম ব্যবহার করে ভিয়েতনাম বাসীর উপর। লক্ষ লক্ষ ভিয়েতনাম বাসী প্রাণ দিলেও তারা মাথা নত করেনি। শেষপর্যন্ত যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, যুদ্ধবিরোধী মার্কিন জনমত, মাই লাই হত্যাকান্ডের নৃশংসতা, বিশ্বব্যাপী মার্কিন বিরোধী বিক্ষোভ-নিন্দা ইত্যাদি কারণে আমেরিকানদের আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ১৯৭৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এ যুদ্ধে চরম মূল্য দিয়ে পর্যুদস্ত হয়ে দেশে ফিরে যায়।উল্লেখ্য যে, যুদ্ধে আমেরিকার নিহতের সংখ্যা ৫৮,০০০ ও আহতের সংখ্যা ৩,০৪,০০০।
আমার হৃদয় রেখে যেতে চাই, তাদের সৃতির চরণে