Topic: "পেঙ্গুইন মেলা - ২০১১" - ব্র্যাক বিশ্ববিদ্যালয়
পাইরেসির কালিমামুক্ত দেশ গড়ার লক্ষ্যে লিনাক্স ও ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যারকে ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ (এফওএসএস বাংলাদেশ) এর আয়োজনে লিনাক্স ও উন্মুক্ত সোর্স ভিত্তিক সফটওয়্যার ও সেবাসমূহ নিয়ে জনসচেতনতামূলক আয়োজন ''পেঙ্গুইন মেলা - ২০১১'' অনুষ্ঠিত হবে আগামীকাল ২০শে জুলাই ২০১১ইং, বুধবার, দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত, ঢাকার মহাখালীতে অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে। আয়োজনে সহযোগীতা করছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব।
উক্ত অনুষ্ঠানে পাইরেসি, ওপেনসোর্স ও লিনাক্স বিষয়ে আলোচনার পাশাপাশি আরো রয়েছে অংশগ্রহনকারী দর্শকদের সাথে মতামত বিনিময় ও সরাসরি আলোচনার সুযোগ। এছাড়া অনুষ্ঠানস্থল থেকে ওপেনসোর্সড থ্রি-ডি গেমসহ লিনাক্স মিন্ট ১০ জুলিয়া'র সংকলিত ডিভিডি এবং লিনাক্স ভিত্তিক বিভিন্ন ডিস্ট্রোর আইএসও পেনড্রাইভে কিংবা পছন্দের মিডিয়াতে সংগ্রহ করা যাবে। সবার জন্য উন্মুক্ত এ আয়োজনে আগ্রহী যে কেউই অংশগ্রহণ করতে পারবেন।
====
অনুষ্ঠানের শিরোনামঃ "পেঙ্গুইন মেলা - ২০১১" - ব্র্যাক বিশ্ববিদ্যালয়
আয়োজকঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
সহযোগীতায়ঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয় কম্পিউটার ক্লাব, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ঢাকা
তারিখ ও সময়ঃ ২০শে জুলাই ২০১১, রোজ বুধবার। বিকাল ২:০০মিনিট থেকে সন্ধ্যে ৫:৩০ মিনিট
আয়োজন স্থলঃ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন, মহাখালী, ঢাকাঅনুষ্ঠানের বিস্তারিত সূচীঃ
লিনাক্স পরিচিতি, ইনস্টলেশন ও ব্যবহার
(বিকাল ২:০০মিনিট থেকে সন্ধ্যে ৩:৩০ মিনিট)
=> লিনাক্স পরিচিতি -- ৩০ মিনিট
=> লিনাক্স মিন্ট পরিচিতি -- ৩০ মিনিট
=> লিনাক্স মিন্ট ইন্সটল ও কনফিগার করা -- ৩০ মিনিট
চা-বিরতি -- ১০ মিনিটসমস্যা সমাধান
(বিকাল ৩:৪০মিনিট থেকে সন্ধ্যে ৫:০০ মিনিট)
=> দর্শকের অংশগ্রহনে আলোচনা -- ৪০ মিনিট
=> প্রশ্নোত্তর ও বিভিন্ন সমস্যার সমাধান -- ৪০ মিনিট===
শুরু হয়ে গেল জেলা ভিত্তিক আয়োজন
ঢাকা জেলার প্রথম আয়োজনে
এফ ও এস এস'র পক্ষ থেকে অনুষ্ঠানে থাকছি ইনশা'আল্লাহ ।
গনযোগাযোগ সচিবঃ ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ, নীতি নির্ধারকঃ মুক্ত প্রযুক্তি।