Topic: ঝালকাঠিতে শরীরের ওজনের সমপরিমান টাকা বৃত্তি !!
ঝালকাঠিতে শনিবার সকাল ১১ টায় এসএসসি পরীক্ষায় জেলায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী আলী হায়দারকে তার শরীরের ওজনের সমপরিমান টাকা বৃত্তি এবং ‘এসমা এ্যাওয়ার্ড’ প্রদান করেছে ডব্লিউ ডব্লিউ ফাইন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থা।
ঝালকাঠির রাজাপুর উপজেলার আফছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে ঝালকাঠি জেলায় প্রথম এবং বরিশাল বোর্ডে ১২তম স্থান অর্জন করে।
৫ টাকার ধাতব মুদ্রা দিয়ে তার শরীরের ৪৮ কেজি ( ) ওজন নির্ণয় করে ৩০ হাজার টাকা প্রদান করা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্যতিক্রমী এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ এম আনোয়ার হোসেন। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক হিরুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন, কৃতি শিক্ষার্থী আলী হায়দার ও তার বাবা ফারুক হোসেন।
সূত্রঃ বাংলাটাইমস টুয়েন্টিফোর ডটকম
শুধু পড়াশোনা করলেই টাকা পাওয়া যায় না !! শরীরটাও মোটাতাজা করতে হয় !!