Topic: গতিময় করে তুলুন আপনার কম্পিউটার

সবাইকে সালাম ও শুভেচ্ছা ।
গতিময় করে তুলুন আপনার কম্পিউটার ।। মাত্র ১ মেগাবাইট সাইজের সফটওয়্যার
আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন কম্পিপউটার ব্যবহারের সময় মাঝে মধ্যেই কম্পিউটার খুব ধীর গতি সম্পন্ন হয়ে যায় । এর প্রধান একটি কারণ হল টেম্পোরি ফাইলের জায়গা দখল। টেম্পোরি ও অপ্রয়োজনীয় ফাইলগুলো কম্পিউটারের জায়গা দখল করে কম্পিউটারকে স্লো করে দেয় । এসব ডিলিট করার জন্য অনেক ভারী ও বড় বড় সফটওয়্যার রয়েছে । কিন্তু আজ আমি আপনাদের DiskMax নামে একটি সফটওয়্যারের সাথে পরিচয় কয়ে দিব যা সাইজে ছোট হলেও কাজের কাজি ।

যা যা করতে পারবেনঃ
১। log, old, bak, tmp, dmp এসব ফাইল হার্ডডিস্ক স্ক্যান করে খুঁজে বের করে এবং ডিলিট করে।
২। খুবই দ্রুত অপ্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে এবং ডিলিট করে।
৩। প্রত্যেক ইউজার হিস্টরি, টেম্প,সাম্প্রতিক ব্যবহার করা ফাইলের তালিকা, এক্সপ্লোরার থাম্বনেইল ক্যাশ এবং উইন্ডোজ এরর রিপোটিং লগস পরিষ্কার করা।
৪।উইন্ডোজ ইভেন্টস লগ পরিষ্কার করা।
৫। অটোম্যাটিক্যালি রিসাইকেল বিন খালি করা।
৬। শক্তিশালী Defragmenter দিয়ে ডিফ্যাগ করতে পারে।

**** মিষ্টার কপিপেষ্ট***
সূত্র : http://www.prothom-aloblog.com/posts/47/130892
লেখক দিটেকবস্
ডাউনলোডের জন্য এখানে গোতা দেন : http://www.mediafire.com/?vo3syd3btr51d7c



Re: গতিময় করে তুলুন আপনার কম্পিউটার

ভালো কপি-পেস্ট। আমার কাছে Advanced System Clear ই ভালো লাগে।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: গতিময় করে তুলুন আপনার কম্পিউটার

এই পাতাই বিস্তারিত - http://bit.ly/mIDJLe
software যত ছোট ততই ভাল।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books