Topic: (ExcellBook)-গোপনে ব্যবহার করুন ফেইসবুক

আপনি আপনার কর্মক্ষেত্রে ফেইসবুক ব্যবহার করতে চান কিন্তু ভয় পান যদি আপনার বস দেখে ফেলে বা অন্য কোন কারনে?এই ভয়ে অনেকে ফেইসবুক ব্যবহার করে না।কিন্তু এখন আপনি একটি এ্যাপ্লিকেশন ExcelBook এর মাধ্যমে কোন প্রকার ভয় ছাড়াই ফেইসবুক ব্যবহার করতে পারবেন। ExcelBook একটি ভাল এ্যাপ্লিকেশন যার মাধ্যমে আপনি কোন প্রকার সমস্যা ছাড়াই আপনার  কর্মক্ষেত্রে বা যে কোন জায়গায় আপনার ফেইসবুক একাউন্ট চেক করতে পারবেন। এটা ডিজাইন করা হয়েছে এক্সেল এর মত করে।ফলে এটা  বুঝা খুব কষ্টকর যে আপনি  এক্সেল এর মত একটি এ্যাপ্লিকশেনের ভিতরে ফেইসবুক ব্যবহার করছেন।এটি একটি এ্যাডোবি এয়ার বেজড এ্যাপ্লিকেশন।ফলে এটা খুব সহজেই আপনার কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন(উইন্ডোজ/লিনাক্স/ম্যাক্স)যে কোন অপারেটিং সিস্টেমে।
আপনার ফেইসবুক একাউন্ট ব্যবহার করতে চাইলে এই এ্যাপ্লিকেশনের ফাইল অপশনে যান এবং ক্লিক করুন লগিনে এবার আপনার ইমেইল এ্যাড্রেস এবং পাসওর্য়াড দিন আপনার একাউন্টে একসেস করার জন্য।
http://theheatweb.com/wp-content/uploads/bd4f93a93400_C772/ExcelBook_thumb.png
কানেক্ট হওযার পর আপনার নিউজফিড শো করবে স্প্যাডশিটের মধ্যে।প্রথম প্রথম আপনার একটু সমস্যা হবে এটার সাথে অভ্যস্ত হতে।কিন্তু ধীরে ধীরে ব্যবহারের মাধ্যমে আপনি এটার সাথে পরিচিত হয়ে উঠবেন।লগিন করার পর এটা অনেকটা এরকম আসবে।
http://theheatweb.com/wp-content/uploads/bd4f93a93400_C772/ExcelBook---Newsfeed_thumb.png
ExcelBook এর মাধ্যামে আপনি যে কাজগুলো করতে পারবেন:
* আপনি আপনার স্ট্যাটাস আপডেট করতে পারবেন ফাংশন বারের মাধ্যমে।
*আপনি আপনার ওয়াল চেক করতে পারবেন।
*আপনি আপনার অনলাইন ফ্রেন্ডদের সাথে চ্যাট করতে পারবেন।
http://theheatweb.com/wp-content/uploads/bd4f93a93400_C772/ExcelBook---Facebook-Chat_thumb.png
এই এক্সেলবুকের বেশ কিছু সীমাবদ্ধতাও আছে যেমন আপনি আপনার ফ্রেন্ডের ওয়াল দেখতে পাবেন না বা কোন পিকচার চেক করতে পারবেন না।সম্ভবত এটা করা হয়েছে কারন এক্সেলবুক তার স্বাভাবিকতা ধরে রাখতে চেয়েছে এবং মানুষের কাছে যাতে এটা বেশি নজরে না আসে তার জন্য হয়ত।
ডাউনলোড করুন এখান থেকে



Re: (ExcellBook)-গোপনে ব্যবহার করুন ফেইসবুক

চরম বেপার।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: (ExcellBook)-গোপনে ব্যবহার করুন ফেইসবুক

হে হে মজা পেলুম,তবে আমার অবশ্য বসের ভয় নেই।  applause

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: (ExcellBook)-গোপনে ব্যবহার করুন ফেইসবুক

ধন্যবাদ শামীম ভাই ও উপল বিডি ভাইকে।



Re: (ExcellBook)-গোপনে ব্যবহার করুন ফেইসবুক

ইদানীং অফিসের বসরাও ফেসবুক ইউজ করে !! তবুও যেসব বস এখনও অ্যানালগ যুগে বাস করছে, তাদের কাছ থেকে বাঁচার ভালো উপায় !! laughing