Topic: আদর্শ ছাত্র
ভালো ছাত্র তো কারো গায়ে লেখা থাকে না,
তুমিও তা হতে পারো, যদি থাকে বাসনা।
বিশ্বাস করো তুমি খুব ভালো ছাত্র,
এইবার বসে যাও নিয়ে বইপত্র।
প্রথমেই জেনে নাও – সিলেবাস কতটা,
পরীক্ষা কবে হবে – জেনে নাও দিনটা।
মাথা থেকে ঝেড়ে ফেলো আজেবাজে চিন্তা,
একমনে পড়ে যাও, যা হবার, হবে তা।
মনে মনে, জোরে জোরে – পড় খুশি যেভাবে,
বুঝে বুঝে, খুঁজে খুঁজে পড়লেই পারবে।
একবার না পারলে ঘাবড়ানো যাবে না,
বার বার পড়ে দেখো – কঠিন তো কিছু না।
লিখে লিখে পড়লে তা বেশি মনে থাকবে,
না বুঝলে স্যারদের খোলাখুলি বলবে।
সহপাঠীদের সাথে আলোচনা করবে,
সবার সঙ্গে সদা সদাচার করবে।
লেখালেখি-আঁকাআঁকি-বিতর্ক করবে,
প্রতিভা বিকাশে তবে সফলকাম হবে।
খাওয়া-দাওয়া, খেলাধুলা নিয়মিত করবে,
বেশি রাত জাগবে না, ভোরবেলা উঠবে।
সত্যের পথে যেতে কক্ষনো থেমো না,
সৎ সাহসের পরিচয় দিতে ভুলো না।
মনে রেখো – জীবনটা দু’দিনের ঘটনা,
সময় নষ্ট করে হেথা কেউ জেতে না।
সময়ের কাজ করো ঠিক সেই সময়ে,
আগামীকালের তরে ফেলে রেখো না ভয়ে।
নিয়মিত স্রষ্টার উপাসনা করবে,
বিপদের মাঝে সদা তাকে মনে করবে।
উপায় হবেই, যদি ঠিক থাকো মননে,
আদর্শ ছাত্র হবে তুমি এ ভুবনে ।।