Topic: মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !!

১. ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো।  কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে। আর সেটা তোমার বোন ও হতে পারে !! raised eyebrows

২. ডাইরেক্ট স্টাইলঃ শোনো মেয়ে,  আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি। nerd

৩. মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া,  ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে) cool

৪. যুক্তিবাদী স্টাইলঃ আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়?  বাকিটা তুমিই বল !! thinking

৫. চালাক স্টাইলঃ তুমি কি জানো, আমাদের  জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি?? dancing

৬. রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই। please অনুমতি দাও। hee hee

৭. হিজড়া স্টাইলঃ এই দুষ্টু  মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্তিরতায় মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন....ক ভালোবাসি। don't tell anyone

৮. ডিজুস স্টাইলঃ Hi, sweet heart, how r u? Guess what? Yah! Baby! Right. Yo! Yo!  I Love You! thumbs up

৯. অনুভূতিহীন স্টাইলঃ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল। yawn

১০. গায়ক স্টাইলঃ গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন... “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি...... ভালবাসি !!” whistling

১১. দেবদাস স্টাইলঃ কেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও। আমায় বিষ দাও। (কান্নায় ভেঙ্গে পড়ুন) hypnotized

১২. কাব্যিক স্টাইলঃ কবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন !! আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাব হবে না!!  love struck



Re: মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !!

++  rolling on the floor    not worthy

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।


Re: মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !!

চরম। rolling on the floor  rolling on the floor  রেপু।
বি.দ্র. মেয়েদের এই পোস্ট থেকে দূরে থাকার অনুরোধ জানাচ্ছি।  tongue

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !!

Kuch kuch স্টাইল - ইয়ে দিলমে কুচ কুচ হোতা হে।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !!

Right উপল BD



Re: মেয়েদের প্রেমের প্রস্তাব দেয়ার ১ ডজন উপায় !!

rolling on the floor  rolling on the floor  rolling on the floor