Topic: আপকামিং মুভি: Cowboys & Aliens এবং Real Steel
Cowboys & Aliens
কাহিনী ১৮৭৩ সালের,আরিজোনায়,যখন একজন কাউবয় তার স্মৃতি শক্তি হারিয়ে ফেলে এবং ঐ সময় এলিয়েনরা আরিজোনা আক্রমণ করে,কাউবয় বুঝতে পারে তার স্মৃতিভ্রম হওয়ার পিছে এই এলিয়েনদের হাত আছে,আর এই নিয়েই শুরু হয় একশন মুভি Cowboys & Aliens।
কাস্ট: ডেনিয়েল ক্রেইগ,হ্যারিসন ফোর্ড(আমার ফেভারিট ) ,অলিভিয়া ওয়াইল্ড।
ডিরেক্টর: রবার্ট অর্কি।
রিলিজ ডেট:- ২৯ জুলাই ২০১১।
ট্রেইলর:-
Real Steel
কাহিনী বক্সিং নিয়ে,না এটা সাধারণ বক্সিং নয়,এটা রোবটদের নিয়ে বক্সিং আর এই রোবটদের ট্রেইনার মানুষ,দর্শকও মানুষ।কিছুটা ভিন্নধর্মী একশন কাহিনী নিয়ে এই মুভি।
কাস্ট:- হিউ জ্যাকম্যান(আমার ফেভারিট ),কেভিন ডুরাণ্ড,ইভানজেলিন লিলি
ডিরেক্টর:- শন লেভি
রিলিজ ডেট:- ৭ অক্টোবর ২০১১
ট্রেইলর: