Topic: মোবাইল মেসেঞ্জার 'টু গো'

http://www.dailykalerkantho.com/admin/news_images/538/image_538_158649.jpg


মোবাইল ফোনে চ্যাট করতে যাঁরা পছন্দ করেন, 'টু গো' তাঁদের জন্য আদর্শ অ্যাপ্লিকেশন। এতে চ্যাট করতে শুধু নিবন্ধন করলেই চলবে। এখানে বিনা মূল্যে একটি প্রোফাইলও তৈরি করা যাবে। জাভা প্লাটফর্মে তৈরি হওয়ায় জিপিআরএস সুবিধা আছে এমন সব মাল্টিমিডিয়া ফোনে 'টু গো' কার্যকর। 'টু গো' ব্যবহার করার জন্য প্রথমে মোবাইল থেকে wap.2go.im সাইটে যেতে হবে। সাইটটিতে ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় কিছু তথ্য দিয়ে অ্যাপ্লিকেশনটি মোবাইলে ডাউনলোড ও ইনস্টল করা যাবে। ডাউনলোডের সময় দেওয়া ইউজার নেম দিয়ে এতে লগ-ইন করা যাবে। লগ-ইন শেষে পছন্দমতো চ্যাটরুমে গিয়ে চ্যাটিং শুরু করা যাবে। 'টু গো' অনেকটা মিগ৩৩-এর মতো কাজ করে। লগ-ইন করার পর এর find friend-এর মাধ্যমে নতুন বন্ধু খুঁজে পাওয়া যাবে। অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে ইন্টারনেট চার্জ ছাড়া অন্য কোনো খরচ নেই। তবে এর বেশ কিছু প্রিমিয়াম ফিচার রয়েছে; যেগুলো পেতে 'টু গো' ক্রেডিট কিনতে হয়। কম্পিউটার থেকে অ্যাপ্লিকেশনটি সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.2go.co.za ওয়েবসাইটে।

সুত্রঃ কালেরকন্ঠ

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books