Topic: উবুন্টু ব্যবহার অভিজ্ঞতা সমীক্ষা

উবুন্টুকে আরো উন্নত করতে কি কি বিষয়ের উপর জোর দেয়া প্রয়োজন তা নিরূপণ করার উদ্দেশ্যে
উবুন্টু আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে Ubuntu User Experience Survey
নামে একটি সমীক্ষা শুরু হয়েছে।  এই সমীক্ষাটি বেশ কিছু ভাষায় অনুবাদ
হয়েছে/হচ্ছে এবং এই তালিকায় তৃতীয় ভাষা হিসেবে বাংলা অনুবাদ সম্পূর্ণ শেষ
হয়েছে।  বাংলা অনূদিত সমীক্ষাটি পাওয়া যাবে এই ঠিকানায়: http://is.gd/0ObnRN

লক্ষ্যণীয়:
---------
এটি একটি আন্তর্জাতিক সমীক্ষা। এর সাথে আমাদের নিজেদের শুরু করা 'লিনাক্স জরিপ
২০১১ এর কোন সংযোগ নেই।  এই দুটি ভিন্ন জরিপ।

লেখাটি সম্পূর্ণ কপি পেস্ট করলাম।
সূত্র: [Ubuntu-BD] উবুন্টু ব্যবহার অভিজ্ঞতা সমীক্ষা

আজীবন মাতৃ ভাষায় কম্পিউটিং।
http://www.softwarefreedomday.org/countdown/banner1-UTC-4-en.png


Re: উবুন্টু ব্যবহার অভিজ্ঞতা সমীক্ষা

জরিপে অংশ নিলাম। তবে আমি এই মূহুর্তে জানালা ও লিনাক্স ২টোর সাথেই আছি।স্লো উইথড্রোল মেথডে জানালা থেকে দূরে সরে আসছি।  big grin

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


Re: উবুন্টু ব্যবহার অভিজ্ঞতা সমীক্ষা

আমি তো লিনাক্স ব্যবহার করি । ওখানে তো লিনাক্স এর কোন কথা নেই।

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books