Topic: "আপনা হারি"

"আপনা হারি"
শেষ বিকেল
ছাড়িয়া গিয়াছে সাঝের বেলা
রাত্রি নামিয়ছে বুকে,
বিহনে তাহার অশ্রু ঝরিয়াছে
সুখ নামের অসুখে।
কূল ভাঙ্গিয়াছে অহুল্লা ঝড়ে
ভাঙ্গিয়াছে হৃদয়ের সুর,
নদীর জলে ভাসিয়াছে প্রেম
ভালবাসা হয়েছে দুর্।
নাহি তহার চিহ্ন কোথাও
খুজিয়া ফিরি তারে,
হারিয়ে গিয়াছে গহিন আধারে
চাঁদ ভাবিয়াছি যারে।
রহিয়াছে তবু আবেশ তাহার
ব্যাথাতুর এ অন্তরে,
টুকরো কাচের মুখ খানি তাহার
প্রেম ভরা বন্দরে।
মনে তাহার কিসের বাসনা
বুঝিতে নাহি পারি,
পাই যেন সে সুখের আবাস
তাইতো আপনা হারি।
                               

 
                                 ০৭/০৫/০৪ইং
                                 বারান্দী/যশোর
ছাবিকুন নাহার টুম্পা তোমার জন্য আমার এ কবিতাটা।শুধু তোমার জন্য এ কবিতাটি আমি লিখে ছিলাম।যাহা তুমি এ কবিতার প্রতিটি প্রথম অক্ষর পড়লে বুঝতে পারবে।

শেষ বিকেল