Topic: আমি ছন্দ হারা কবি

'আমি ছন্দ হারা কবি'
শেষ বিকেল

আমি আকাশ তলে বাতাশ মাখা
ছন্দ হারা কবি,
দুচোখে মোর রঙ্গিন আলোর
স্বপন মাখা ছবি।

আমি শিতের দিনে কুহু কুহ
ডাহুক ডাকা পাখি,
রাত জাগা সেই ষোড়শী মেয়ের
আগুন ঝরা আখি।

আমি অবুজ মেয়ের মায়া ভরা
মায়া মাখা হাসিঁ,
আমি ঝাকড়া চুলে রাখাল আবার
মুহু মুহু বাসিঁ।

আমি বিলের জলে শাপলা ফুলে
হুলুদ মাখা রেনু,
আমি কাজলা দিদির কাজল মাখা
এলোকেশের বেনু।

আমি মিষ্টি হাওয়া দুষ্টু আবেশ
বকুল ফুলের গন্ধ,
আমি টাপুর টুপুর সকাল দুপুর
বাদলা দিনের ছন্দ।

আমি পূবের আকাশ আবির রাঙ্গা
সাত রাঙ্গা এক ঢেউ,
আবার কোন পেজা মেঘে
ধুলি ঝড়ের দেউ।

আমি আভা আভা মরিচিকা
দারুন রৌদের দুপুর,
আমি সন্ধ্যাবেলা দুষ্টু পায়ে
ছলাত ছলাত নুপুর।

আমি টুই টুই টুনটুনিদের
রাঙ্গা ফুলের পলাশ,
আমি ফাগুন দিনে আগুন হয়ে
কৃন্ঞ্চচূড়ার বিলাশ।

আমি পরগাছা এক স্বর্ণলতা
মাছরাঙ্গা সেই পাখি,
আমি ভুত ভুত হুতুম পেঁচা
বউ কথা কও ডাকি।

আমি সাঝের বেলা মুক্ত দানা
সবুজ ঘাসের শিশির,
আমি লাঙ্গল কাধে গরু আবার
ধানের শিষে চাষির।।

শেষ বিকেল


Re: আমি ছন্দ হারা কবি

কবিতা পড়ে তো মুগ্ধ হয়ে গেলাম। প্রতিটা লাইন ই অনেক মায়াময়...।  good luck



Re: আমি ছন্দ হারা কবি

পাখি হওয়া ভাল, কিন্তু শেষ লাইন কইটা কেমন মিলেনি  thinking

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: আমি ছন্দ হারা কবি

শামিম ভাই উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি সামনে এগিয়ে যাওয়ার জন্য  আর্শিবাদ করবেন।আর আমাকে ভুল গুলো শুধরে দিয়ে আমাকে আরও সাহস দিবেন। এটাই আমার কাম্য।
 
আর গোধুলি ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।

শেষ বিকেল


Re: আমি ছন্দ হারা কবি

shasbikal wrote:

শামিম ভাই উপদেশ দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি সামনে এগিয়ে যাওয়ার জন্য  আর্শিবাদ করবেন।আর আমাকে ভুল গুগো শুধরে দিয়ে আমাকে আরও সাহস দিবেন। এটাই আমার কাম্য।
 
আর গোধুলি ভাইয়াকে অনেক ধন্যবাদ আমার কবিতা পড়ার জন্য।





ভাইয়া একটু ভুল হয়েছে,,, গোধূলি ভাইয়া নয় আপু,, big grin



Re: আমি ছন্দ হারা কবি

স..........সরি আমি বুঝতে পারিনি আপনি........
আপু আর ভুল করবোনা।

শেষ বিকেল


Re: আমি ছন্দ হারা কবি

ঠিক আছে ভাইয়া সমস্যা নাই....