Topic: অভিশারে
"অভিশারে"
শেষ বিকেল
উঠে ছিল চাঁদ, ভেঙ্গে দিয়ে রাত
জোছনায় জোছনায় মায়া,
আবেশে তোমার, হৃদয়ে আমার
কেপে ছিল মোর কায়া।
দু'জনে অভিশারে, গোপনে চুপিশারে
চুম্বনে চুম্বনে নিরাবতা
লোচন বুঝিয়া, মাথাটি গুজিয়া
তোমা বুকেতে মম মাথা।
কাঁপা কাঁপা ঠোটে, যেন বেজে ওঠে
অভিমানে মধুর কথা,
তবুও চুপচাপ, অশ্রু টুপটাপ
কখন জানি নিরবতা।
লতাগুলো সব, নিথর নিরব
কুহেলিকা,ডাহুক ডাকে,
নিশাচর পাখি, দিয়ে যায় উকি
বুনো শিয়ালের হাঁকে।
হঠ্যাৎ কুন্ঞ্জনে, পাখির গুন্ঞ্জনে
দেখিলাম প্রায় ভোর,
মিনারে যখন, আজান তখন
কাটিল সুখের ঘোর।
০১/১২/০৪ইং
যশোর পলিটেকনিক