Topic: কবিতা

বৃষ্টির বরতা

শেষ বিকেল

বাহিরে বহিছে বৃষ্টি
বাদল বর্ষনে,
বিদ্ধস্থ বলাকা বলয়
বায়ূর বর্ণে।

বৃষ্টির বাজনা বাজে
বিধবার বুকে,
বাশরির বাশি বন্ধ
বৃষ্টির বিপাকে।

বৃষ্টিতে বিজলির বিদ্রুপ
বিধুর বিড়ম্বনা,
বলগাহীন বারিবাহ বুঝি
বিষক্ত বিছানা।

বিদিশা বৃষ্টির বশে
বিহবল বসুধা,
বৃষ্টির বর্ষণে বহমান
বানের বরতা।   

                 ১৪/০৪/০৪ইং
                 বারান্দিপাড়া

শেষ বিকেল


Re: কবিতা

বৃষ্টির দিনে এই কবিতা র জন্য একটা রেপু।

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।