Topic: গুগল এর নতুন সার্চ ইন্টারফেস

সম্প্রতি গুগল তাদের সার্চ ইন্টারফেসে পরিবর্তন  আনছে। গুগল তাদের নতুন সার্চ ইন্টারফেস এখনও টেষ্ট করছে।এটা এখনও সবার জন্য উন্মুক্ত নয়। এটা এখনও ডেভোলপ হচ্ছে।গুগল তাদের নতুন সার্চ ইন্টারফেসে বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে । এসার্চ রেজাল্টা যথেষ্ট পরিষ্কার।আগের মত এতটা এলোমেলো নয়।। নিচের স্কিনশটে দেখুন

http://blogoscoped.com/files/google-everything/1.png

সার্চের একটা স্কিনশট
http://i.huffpost.com/gen/275016/GOOGLE-RESULTS-PAGE.jpg

গুগলের পুরাতন ও নতুন ইন্টারফেসের মধ্যে তুলনা করার জন্য পুরাতন সার্চ  ইন্টারফেসের একটা স্কিনশট দিলাম
http://i.huffpost.com/gen/275020/OLD-RESULTS-PAGE.jpg
গুগলের এই সার্চ ইন্টারফেস নিয়ে অলরেডি সমোলচনা শুরু হয়ে গেছে। Techcharch এটাকে কুৎসিত বলে অভিহিত করেছে কারন এতে সার্চ ইনফরমেশন অনেক কম তাই।যাই হোক আশাকরছি খুব শী্ঘ্রই আমরা এটা ব্যবহারের সুযোগ পাব। গুগলের এই নতুন সার্চ ইন্টারফেস টেষ্ট করার একটা পদ্ধতি আছে কিন্তু এখন মনে হয় আর কাজ করছেনা তাই আর দিলাম না।