Topic: MSS মাইক্রোসফট এর নতুন পোর্টেবল ভাইরাস স্ক্যানার

মাইক্রোসফট সম্প্রতি তাদের নতুন সিকিউরিটি টুলস রিলিজ করেছে।যার নাম মাইক্রোসফট সেফটি স্ক্যানার(MSS)।এটা অনেকটা এন্টিভাইরাস সফটওয়্যারের মত কাজ করে কিন্তু এটি কোন
এন্টিভাইরাস সফটওয়্যারের বিকল্প না।তবে এর মাধ্যমে ভাইরাস,স্পাইওয়্যার এবং নানা রকম ম্যালিসিয়াস প্রোগামগুলো দুর করা যাবে।যদি আপনার মনে হয় বর্তমান এন্টিভাইরাসটি ভাইরাস বা ক্ষতিকর প্রোগামগুলো দুর করতে পারছেনা তাহলে এই সেফটি স্ক্যানার স্ক্যান করে এই সব ভাইরাস বা ক্ষতিকর প্রোগামগুলো ডিলিট করতে পারে।এটি আপনাকে দিবে রিয়েল টাইম প্রোটেকশন ভাইরাস এবং অন্যান ক্ষতিকর প্রোগামগুলোর বিরুদ্ধে।।অন্যান এন্টিভাইরাসের সাথে এর মুল পার্থক্য হল অন্যান এন্টিভাইরাস শুধু পিসি স্ক্যান করে কিন্তু অপারেটিং সিস্টেমে বাড়তি প্রোটেকশন যোগ করেনা কিন্তু এটি অপারেটিং সিস্টেমে বাড়তি প্রোটেকশন যোগ করে।।এটি খুব সাধারন ভাবে ডিজাইন করা হয়েছে ফলে যে কেউ সহজে এটি ব্যবহার করতে পারেন।প্রথমে ডাউনলোড করে তারপর চালু করুন।এখন আপনাকে শুধু কোন কোন পদ্ধতিতে স্ক্যান করতে চান তা সিলেক্ট করে দিতে হবে বাকী কাজ ঐ করবে।এখানে তিন ভাবে স্ক্যান করা যাবে।
(১)Quick Scan:কুইক স্ক্যান স্ক্যান করবে সিস্টেমের কিছু গুরুত্বপুর্ন এরিয়া।
(২)Full Scan:এটি স্ক্যান করবে সিস্টেমের প্রতিটি ফাইল,মেমোরি এবং রেজিষ্ট্রি।
(৩)Custom Scan:এটি স্ক্যান করবে ব্যবহারকারীর সিলেক্ট করা ফ্লোডার বা ড্রাইভ।
mss
স্ক্যান শেষ হয়ে যাবার পর এটি প্রর্দশন করবে কোন ফাইলগুলো ইনফেক্টেড ছিল এবং কি ধরনের এ্যাকশন ফিক্স করা লাগবে পিসি থেকে এটি দুর করার জন্য।
mss

এটির সাইজ প্রায় ৬৮ মেগাবাইট।।এটি অটোমেটেক্লী আপডেট হবেনা এবং এটি দশ দিন পযন্ত ব্যবহার করা যাবে।।বর্তমান ফাইলের সাথে নতুন ভাইরাস ডেফিনিশন বা প্রোটেকশন যুক্ত করা থাকেনা।ফলে এটির নতুন ভাইরাস ডেফিনিশন বা প্রোটেকশন ব্যবহার করতে হলে এটি আপনাকে পুনরায় ডাউনলোড করা লাগবে।

এটা ব্যবহারের জন্য কোন Microsoft .NET Framework এর প্রয়োজন হবেনা।এটির সবচেয়ে বড় সুবিধা হল এটি ইনস্টল করা লাগেনা তাই পেনড্রাইভে বহন করে নিয়ে যেয়ে যে কোন পিসিতে স্ক্যান করা যাবে কোন রকম ইনস্টলেশন ছাড়াই।আসলে এটির মুল লক্ষ্য হল আপনার পিসিতে অতিরিক্ত প্রোটেকশন দিয়ে আপনার পিসিকে স্পাইওয়্যার,ম্যালওয়্যার,ওর্য়াম বা ভাইরাস থেকে রখা করা।তবে এটি উইন্ডোজ এক্সপিতে ব্যবহার করা যাবে না।
ডাউনলোড করুন
এখান হতে



Re: MSS মাইক্রোসফট এর নতুন পোর্টেবল ভাইরাস স্ক্যানার

কি লাভ তাহলে ?   thinking Antivirus এর wholeseller দের লাভ থেকে গেল।   I don't know

মেডিকেল বই এর সমস্ত সংগ্রহ - এখানে দেখুন
Medical Guideline Books


Re: MSS মাইক্রোসফট এর নতুন পোর্টেবল ভাইরাস স্ক্যানার

তার চেয়ে পেনড্রাইভে করে Advanced System Care বহন করলেই তো হয় বা এই জাতীয় কোন টুল।  big hug
তবে যাদের কাছে Microsoft Security Essential  পছন্দ তাদের কথা আলাদা।

মোঃ সাঈদুজ্জামান উপল
http://img684.imageshack.us/img684/3410/fb1d.jpg


(edited by সেজান 2011-04-25 21:06:50)

Re: MSS মাইক্রোসফট এর নতুন পোর্টেবল ভাইরাস স্ক্যানার

শামীম ভাই আর উৎপল ভাই দুইজনকেই ধন্যবাদ কমেন্ট করার জন্য

শামীম ভাই wrote:

কি লাভ তাহলে ?

শামীম ভাই লাভের কথা আর কি বলব?লাভ তো মনে হয় কিছু আছে না হলে মাইক্রোসফট তো আর এমনিতে এটা রিলিজ করতনা।যাই হোক আমি এটাকে লাভ না বলে একটু অন্যভাবে বলি অথাৎ সুবিধাগুলো বলি:
(১)এন্টিভাইরাস শুধু পিসি স্ক্যান করে কিন্তু অপারেটিং সিস্টেমে বাড়তি প্রোটেকশন যোগ করেনা কিন্তু এটি অপারেটিং সিস্টেমে বাড়তি প্রোটেকশন যোগ করে।
(২)এটির সবচেয়ে বড় সুবিধা হল এটি ইনস্টল করা লাগেনা তাই যে কোন পিসিতে স্ক্যান করা যাবে কোন রকম ইনস্টলেশন ছাড়াই।
(৩)এটি অন্যান এন্টিভাইরাসের সাথে খুব সহজেই চলতে পারে।যেখানে অন্যান এন্টিভাইরাসের সাথে এ জাতীয় কোন প্রোগাম ব্যবহার করলে কনফ্লিক্ট বা পিসি স্লো হওয়ার সম্ভবনা থাকে কিন্তু এটির মধ্যে তা নেই
(৪)প্রতি দশ দিন পর পর এর আপডেট ভাইরাস সিগনেচার সহ মাইক্রোসফট ম্যালিসিয়াস সিকিউরিটি সেন্টার থেকে বের হয়।
(৫)ভাল মানের একটি স্পাইওয়্যার বা ম্যালওয়্যার জাতীয় সফটওয়্যার থেকে এটি যথেষ্ট ভাল।তাছাড়া ভাল মানের স্পাইওয়্যার বা ম্যালওয়ার জাতীয় সফটওয়্যার গুলো ফ্রি না কিন্তু এটি ফ্রি।
ব্যবহারকারীভেদে অসুবিধা ভিন্ন হতে পারে।তবে আমার  কাছে যে সব অসুবিধা মনে হয়েছে:
(১)ফাইল সাইজ অনেক বেশি।
(২)ঘন ঘন ডাউনলোড করা লাগবে।
(৩)এক্সপিতে চলে না।
হয়ত সামনে আর ও সমস্যা বের হতে পারে।আপাতত আমার কাছে এগুলো সমস্যা মনে হয়েছে।



Re: MSS মাইক্রোসফট এর নতুন পোর্টেবল ভাইরাস স্ক্যানার

পোর্টেবল যে কোনও জিনিস ই হালকা! বেশ ভাল! তবে মাইক্রোসফ্ট এর টা নিয়ে সন্দেহ আছে!

Shout Me Crunch আমার ব্যক্তিগত টেক ওয়েবসাইট।